



সাশ্রয় নিউজ ডেস্ক ★ ঢাকা : গতকাল শুক্রবার সন্ধ্যা ৬-৩০ শব্দকুঠির আয়োজনে, সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কাব্য সভায় সন্ধ্যায় কাব্য প্রেমিকরা ছুটে আসেন। বাংলা সাহিত্যের যুগযুগান্তরের ধারাবাহিকতায় আধুনিক কবিতাকে উজ্জ্বল করে রেখেছেন সাহিত্য প্রেমিরা। সাহিত্য ভালবাসে না এমন মানুষের সংখ্যা কমই আছেন।
বিশ্ব আজ মেতে উঠেছে সাহিত্যকে জাগরিত করে সমাজ ও বাস্তবতার কঠিন সময়কে তুলে ধরতে। কাজেই কবিদের কলম আজ আর থেমে থাকার নয়। কবিতা বোধের এক চিরন্তন জগত তৈরি করেন। জেগে ওঠে তার মানস সত্ত্বায় অনন্য এক নিজস্ব জগৎ।
এদিনের সভাকবি বিনয় বর্মন তার আটটি কবিতা পাঠে সকলকে আলোকিত করে তোলেন। তার সমৃদ্ধ কবিতায় কবি তার স্বতন্ত্র সাধনায় কাব্যরচনায় প্রশংসা অর্জনের এক সাক্ষর রেখেছেন।
এদিন আলোচনায় অংশ নেন কবি সৈকত হাবিব, কবি হরসিত বালা, প্রবন্ধকার আসফাকুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য জানান কবি আতিয়ার রহমান। শব্দকুঠি-এর সভাপতি রেজাউদ্দিন স্ট্যালিন তাঁর দীর্ঘ সমৃদ্ধ আলোচনা শেষে একটি কথা দিয়েই আলোচনা শেষ করেন, ‘ভাবের কথার সাথে জ্ঞানের কথা যারা মিলাতে পারে তারাই বড় কবি।’
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সভাকবি বিনয় বর্মন, আলোচক ও কবি রেজাউদ্দিন স্টালিন, শব্দকুঠির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শব্দকুঠি ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক কবি রোকসানা রহমান, কবি আতিয়ার রহমান, কবি সৈকত হাবীব, কবি হরসিত বালা, তালুকদার লাভলী, এজাজ সানোয়ার, প্রবন্ধকার আসফাকুজ্জামান, কবি খলিলুর রহমান, কবি শরীফ খান দীপ, কবি মাহবুবুর রহমান প্রমুখ।
আরও খবর : Boishakhi Rabindranath : বৈশাখী রবীন্দ্রনাথ সংখ্যায় সিদ্ধার্থ সিংহ এর গদ্য
