



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ‘আমি’ পত্রিকা সংবর্ধিত করল কবি অশোক কুমার রায়কে। উত্তরবঙ্গে বসবাসকারী কবিকে সম্প্রতি (২৪ ফ্রেব্রুয়ারী ২০২৫) ভাষা দিবস উপলক্ষ্যে হাওড়ার কৃষ্ণ পদ মেমোরিয়াল হলে পত্রিকাটি সংবর্ধনা প্রদান করে। এই উপলক্ষ্যে ‘আমি’ পত্রিকার পক্ষ থেকে এক বর্ণময় অনুষ্ঠান আয়োজিত হয়।

উল্লেখ্য যে, অশোকবাবু একজন স্বনামধন্য কবি ও ‘কবিতা কাঞ্চন’ পত্রিকার সম্পাদক। ওই অনুষ্ঠানে একই সঙ্গে সংবর্ধিত হন প্রণব চট্টোপাধ্যায় (কলকাতা), কবি গৌতম দাশগুপ্ত (দিল্লি), মৃণাল মোদক (বর্ধমান) প্রমুখ। এঁদের প্রত্যেককেই সাহিত্য সৃষ্টির জন্য সম্বর্ধনা দেওয়া হয় বলে পত্রিকা সূত্রে উল্লেখ। ওই অনুষ্ঠানে প্রায় ৮০জন পাঠক, কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন। আলোচনা, কবিতাপাঠ, গল্প ও ভাষাদিবস সম্পর্কে মনোজ্ঞ আলোচনা সকলের মনে ছাপ রেখে যায়। আরও উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানের আয়োজক ‘আমি’ পত্রিকা-এর সম্পাদক বৃন্দাবন দাস দীর্ঘ বৎসর ধরে পত্রিকাটির সম্পাদনা করছেন। এবং পাঠক, লেখক ও পত্রিকার মধ্যে অত্যন্ত সুসম্পর্ক স্থাপন করে চলেছেন। বর্তমান সময়ে ছোট পত্রিকাগুলি যখন প্রকাশ ধারার গতি অনেকটাই রুদ্ধ সেই সময়ে দাঁড়িয়ে ‘আমি’-এর উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সাংস্কৃতিক মহল।
