Sasraya News

Thursday, June 19, 2025

Lipstick : লিপস্টিক থাকবে অটুট, খাওয়ার পরেও! জানুন রূপটান বিশেষজ্ঞদের ৫টি গোপন টিপস

Listen

বসুধা চৌধুরী ★ সাশ্রয় নিউজ : পার্টিতে গিয়েছেন দুর্দান্ত মেক আপে, আয়নায় নিজেকে দেখে খুশি। ছবি তুলেছেন, সকলের নজর কেড়েছেন রঙিন ঠোঁটের ঝলকে। কিন্তু খাওয়ার শেষে আয়নায় নিজেকে আবার দেখলে মনে হচ্ছে, রূপটান যেন কোথায় মিলিয়ে গিয়ছে! লিপস্টিক (Lipstick) তো নেই-ই, ঠোঁটের গঠনও কেমন যেন ফ্যাকাসে! এই অভিজ্ঞতা কমবেশি সকলেরই হয়েছে। আর তার কারণ একটাই যে, ঠোঁটে ঠিক মতো টিকে না থাকা লিপস্টিক। বিশেষ করে তেল-মশলাযুক্ত খাবার খাওয়ার পরে অধিকাংশ সময়েই লিপস্টিক উঠে যেতে দেখা যায়। কেউ কেউ ঠোঁটে ডবল লিপস্টিক আর পাউডার বুলিয়ে সেই সমস্যা সাময়িকভাবে চাপা দেন, কিন্তু সেটাও চূড়ান্ত সমাধান নয়।

ছবি : প্রতীকী 

এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান দিতে এগিয়ে এসেছেন একাধিক রূপবিশারদ। তাঁদের মতে, খাওয়ার পরেও লিপস্টিক অটুট রাখতে হলে মেক আপ শুরুর আগেই কিছু নিয়ম মেনে চলা জরুরি। প্রথমত, ঠোঁটের স্ক্রাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখের মতো ঠোঁটেও জমে মৃত কোষ। সেই কোষ না সরালে লিপস্টিক সমানভাবে বসে না। রূপবিশারদ রিনা চ্যাটার্জি (Reena Chatterjee) জানান, ‘‘সাধারণ চিনি আর মধু মিশিয়ে হালকা করে ঠোঁট স্ক্রাব করলেই চলবে। অথবা একটি সফ্‌ট টুথব্রাশ দিয়েও স্ক্রাব করা যায়।’’ নিয়মিত স্ক্রাব করলে ঠোঁট হয় মসৃণ, ফলে লিপস্টিক থাকে দীর্ঘস্থায়ী।

ছবি : প্রতীকী

দ্বিতীয় ধাপ, ময়েশ্চারাইজ়িং। ঠোঁটকে নরম রাখতে একটি ভাল মানের লিপ বাম বা নারকেল তেল ও গোলাপজল মিশিয়ে ব্যবহার করতে পারেন। তবে তার আগে পরে অতিরিক্ত তেল মুছে নিতে হবে। না হলে লিপস্টিক ঠোঁটে ‘বসবেই না’, জানালেন রূপটান শিল্পী দেবলীনা গুহ (Debolina Guha)।

পড়ুন : Sex : সেক্স বা যৌনতা : প্রেম ও পরিচর্যার একটি জরুরি অধ্যায়

তৃতীয় টিপসটি একটু কারিগরি। সঠিক লেয়ারিং। শুধুমাত্র ঠোঁটের বাইরের দিক নয়, গোটা ঠোঁট লিপলাইনার দিয়ে রঙ করতে হবে। এরপরে প্রথম স্তরের লিপস্টিক লাগিয়ে টিস্যু দিয়ে হালকা চাপ দিয়ে অতিরিক্ত তেল শুষে নিতে হবে। এরপর আবার লিপস্টিক। এই লেয়ারিং পদ্ধতি লিপস্টিকের স্থায়িত্ব দ্বিগুণ করে দেয়। চতুর্থ ধাপে আসে পাউডার। অনেকেই সরাসরি ঠোঁটে পাউডার লাগাতে ভয় পান, কারণ রং বদলে যাওয়ার ভয়। কিন্তু রূপবিশারদের মতে, লেয়ারিংয়ের পরে একটু হালকা ফেস পাউডার ব্যবহার করলে লিপস্টিক ‘সেট’ হয়ে যায়। রঙে কোনও পরিবর্তনও আসে না। সবশেষে আসে মেক আপ সেটিং স্প্রে। অনেকেই ভাবেন সেট স্প্রে শুধু মুখের বাকি অংশের মেক আপের জন্য। কিন্তু ঠোঁটেও এটি অত্যন্ত কার্যকর। রূপবিশারদা সুস্মিতা পাল (Sushmita Pal) বলেন, ‘‘মেক আপ সেটিং স্প্রেটি ঠোঁটের লিপস্টিকেও একরকম প্রোটেকটিভ কোট দেয়। এতে রং নষ্ট হয় না, আর খাওয়ার সময়ও বেশ খানিকটা সুরক্ষা দেয়।’’

ছবি : প্রতীকী

তবে শুধু এই পাঁচটি ধাপই যথেষ্ট নয়। খাওয়ার সময় একটু সচেতন হয়ে খেতে হবে,খুব তেলেভাজা বা টেনে টেনে খাওয়ার মত খাবার ঠোঁটে ঘষা লাগাতে পারে যা লিপস্টিক দ্রুত মুছে দিতে পারে। তাই মেক আপ যেমন জরুরি, তেমনই খাওয়ার সময় সচেতনতা রাখাও লিপস্টিক টিকিয়ে রাখার অন্যতম চাবিকাঠি। এই টিপসগুলো মাথায় রাখলে, আর লিপস্টিক নিয়ে চিন্তা করতে হবে না কোনও পার্টিতে। রঙিন ঠোঁট আর আত্মবিশ্বাসী হাসি থাকবে অটুট—সন্ধ্যা থেকে রাত পর্যন্ত।
সব ছবি : প্রতীকী
আরও পড়ুন : Numerology : সংখ্যাতত্ত্বে ৭ সংখ্যার মানুষ: রহস্য, প্রেম আর নিয়তির গভীর টানাপোড়েন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment