



সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : প্রয়াত হলেন বামনেতা বিশ্বনাথ ঘোষ (৭৫)। ৪ ফেব্রুয়ারি রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণে বাম নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিশ্বনাথ ঘোষ পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি প্রথমে যুব আন্দোলন, পরে বাম গণআন্দোলনের অন্যতম অগ্রণী দায়িত্ব পালন করেন। কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে কৃষক-ক্ষেতমজুরদের দাবি-দাওয়া নিয়ে সামনে থেকে লড়াই করেছেন। বিশ্বনাথ বাবু সর্বভারতীয় কৃষক কাউন্সিল সভার সদস্যও ছিলেন।
নদীয়ার বাম আন্দোলনের অন্যতম নেতা বিশ্বনাথ ঘোষ টোপলাতে প্রাথমিক শিক্ষা শেষ করে, নারায়ণপুর উচ্চ বিদ্যালয় থেকে স্কুল ফাইনাল পাশ করেন। পরে পলাশীপাড়া গান্ধী মেমোরিয়াল স্কুল থেকে উচ্চ মাধ্যমিক ও বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিজ্ঞানের স্নাতক হন। নওদার বৃন্দাবনপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ছিলেন।
বর্ষীয়ান বামনেতার প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। এলাকায় গরিব-কৃষক-শ্রমিক-ক্ষেতমজুরদের কাছে কাছের মানুষ হিসেবে পরিচিত নেতার প্রয়াণে বাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শোকজ্ঞাপন করেছেন।
আরও পড়ুন : Grammy Awards : গ্র্যামি মঞ্চে সম্মানিত ভারত
