Sasraya News

Laluprasad Yadav : চার্জশিট লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের বিরুদ্ধে 

Listen

চার্জশিট লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের বিরুদ্ধে 

সাশ্রয় নিউজ : জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়ার অভিযোগ উঠল লালুপ্রসাদ যাদব-এর বিরুদ্ধে। জানা যায় যে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব-এর বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। চার্জশিটে নাম আছে বিহারের ওই বর্ষিয়ান নেতার পাশাপাশি ওঁর স্ত্রী রাবড়ি দেবীর। কন্যা মিসা ভারতীর নামেও একই অভিযোগ এনেছে কেন্দ্র তদন্তকারী সংস্থাটি। সংবাদসুত্রে খবর লালু ও ওঁর পরিবার ছাড়াও আরও ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর সিবিআই মামলাটি হাতে নিয়েই তদন্ত শুরু করেছিল। রেলের একজন প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিবিআই বিশেষ আদালতে। জানা যায় যে, রেলে চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের থেকে জমি বেআইনিভাবে হস্তান্তর করে নেওয়া হয়। তখন কেন্দ্রীয় রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব।

সারা দেশের চোখ এখন বিহারের দিকে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read