



বদ্রীনাথ ধাম মন্দিরে সস্ত্রীক লালুপ্রসাদ যাদব
সাশ্রয় নিউজ★ দেওঘর : বদ্রীনাথ ধাম মন্দিরে সস্ত্রীক লালুপ্রসাদ যাদব। গত সোমবার তিনি ও তাঁর স্ত্রী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী পুজো দেন।

সোমবার সকাল সাড়ে সাতটায় বাবা বদ্রীনাথ ধাম মন্দিরে পৌঁছন সত্রীক আরজেডি নেতা। অংশ নেন মন্দিরের পুজোর্চনাতে। তাঁরা বিশেষ প্রার্থনাতেও অংশ নেন। উল্লেখ্য, ১২ টি জ্যোতির্লিঙ্গের একটি বদ্রীনাথ ধাম মন্দির।
