Sasraya News

Lakhimpur kheri incident : কান্না চেপে রাখতে পারলেন না লখনউ ডিভিশনাল কমিশনার 

Listen

কান্না চেপে রাখতে পারলেন না লখনউ ডিভিশনাল কমিশনার 

সাশ্রয় নিউজ : একটি বাস দুর্ঘটনা হয় সম্প্রতি উত্তরপ্রদেশে। বাসের সঙ্গে ট্রাকের ওই ঘটনায় মারা গেছেন দশজন। বিয়াল্লিশ জন আহত হয়েছেন লখনউয়ের ট্রমা সেন্টার-এ স্থানান্তরিত করা হয়েছে ১২ জনকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের ওই মর্মান্তিক পথদুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। সমবেদনা জানিয়েছেন পরিবার পরিজনদের প্রতি। এই পথদুর্ঘটনায় নিহত  পরিবারগুলিকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৭৩০ নং হাইওয়ে, লখিমপুরের খেরির ওপর দিয়ে চলে গিয়েছে। এই হাইওয়েতেই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার পর দ্রুত হাসপাতালে উপস্থিত হন রোশন জেকব। লখনউ ডিভিশনাল কমিশনার রোশন। লখনউয়ের ওই হাসপাতালে আহতদের দেখতে গিয়ে রোশন দেখেন, একজন মা, কাঁদছেন তাঁর আহত সন্তানকে পাশে নিয়ে। আর্তনাদ করছেন তিনি। রোশন দ্রুততার সঙ্গে এগিয়ে যান বাচ্চাটি ও মায়ের কাছে। গিয়ে স্তম্ভিত হয়ে পড়েন। চোখের জল সামলে রাখতে পারেননি লখনউয়ের ডিভিশনাল কমিশনার। দ্রুত বাচ্চাটির দিকে ঝুঁকে পড়েন। রোশন দ্রুত চিকিৎসার ব্যবস্থা  করেন বাচ্চাটির।

লখনউ ডিভিশনাল কমিশনারের কান্নার ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read