Sasraya News

Kylie Page death | ২৮ বছরে থেমে গেল কাইলি পেজ-এর জীবন! ফেন্টানিলের মরণছোঁয়া নিয়ে নতুন আতঙ্ক

Listen

সাশ্রয় নিউজ ★ নিউ ইয়র্ক: মাত্র ২৮ বছর বয়সে থেমে গেল পর্ন তারকা ও নেটফ্লিক্সের রিয়্যালিটি শোয়ের প্রাক্তন প্রতিযোগী কাইলি পেজ (Kylie Page death)-এর জীবন। গত ২৫ জুন লস অ্যাঞ্জেলসের (Los Angeles) হলিউডের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট না হলেও পুলিশ সূত্রে খবর, ফেন্টানিল-সহ একাধিক মহাশক্তিধর মাদক উদ্ধার হয়েছে কাইলির বাড়ি থেকে। পুলিশ জানিয়েছে, সেই দিন কাইলির এক বন্ধু তাঁকে অচেতন অবস্থায় দেখে আতঙ্কে পুলিশে খবর দেন। কিন্তু মেডিকেল টিম পৌঁছনোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাইলি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাদক সেবনের ফলেই মৃত্যু হয়েছে তাঁর। তবে কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি।

কাইলির মৃত্যুতে প্রাপ্তবয়স্ক বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় প্রযোজনা সংস্থা ব্রেজ়ার্স (Brazzers)-এর তরফে জানানো হয়েছে, “তাঁর হাসি ও উজ্জ্বল উপস্থিতি আমাদের মনে চিরকাল থাকবে। আমরা তাঁর পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

মাত্র ২০১৬ সালে পর্ন দুনিয়ায় পা রেখেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন কাইলি পেজ। ব্রেজ়ার্স (Brazzers), ভিক্সেন মিডিয়া গ্রুপ (Vixen Media Group), নটি আমেরিকা (Naughty America)-সহ একাধিক বিখ্যাত প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন তিনি। আট বছরে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।

কাইলি পেজ একজন আমেরিকান প্রাপ্ত অভিনেত্রী ও মডেল ছিলেন হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর জন্ম ২৩ ফেব্রুয়ারি ১৯৯৭ সালে ক্যালিফোর্নিয়ার Claremore শহরে। আসল নাম বোনার এলিজাবেথ (Bonner Elizabeth)। তবে পর্ন ইন্ডাস্ট্রিতে তিনি কাইলি পেজ (Kylie Page) নামে পরিচিত।ছোটবেলা থেকেই চমৎকার ফিগার ও সৌন্দর্যের জন্য স্কুলে ও কলেজে জনপ্রিয় ছিলেন। কাইলি প্রাপ্তবয়স্ক বিনোদন জগতে খুব অল্প সময়ের মধ্যেই খ্যাতি অর্জন করেন। Blonde চুল, নীল চোখ, স্বতঃসিদ্ধ হাসি এবং উচ্ছল ব্যক্তিত্বের জন্য তিনি আলাদা পরিচিতি পান। তার অভিনয়ের মধ্যে sensual expressiveness এবং positive vibe দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে।

প্রায় ২০০টির বেশি প্রাপ্ত বয়স্ক ছবিতে অভিনয় করার পর কাইলি (Kylie Page) ইন্ডাস্ট্রি থেকে ধীরে ধীরে সরে যান। শোনা যায়, তিনি পরবর্তীকালে নিজের পড়াশোনা, ব্যক্তিগত জীবন ও অন্যান্য পেশার দিকে মনোযোগ দিতে শুরু করেন। সোশ্যাল মিডিয়াতে তিনি মাঝে মাঝে নিজের ছবি ও ভক্তদের জন্য মেসেজ পোস্ট করতেন, যেখানে তাঁর উজ্জ্বল ব্যক্তিত্বই ফুটে উঠত। ব্যক্তিগত জীবনে তিনি পশুপ্রেমী ছিলেন এবং ফিটনেসকেও গুরুত্ব দিতেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে উল্লেখ, অভিনয়ের পাশাপাশি তার লক্ষ্য ছিল নিজস্ব ব্র্যান্ড তৈরি করা। তাঁর এই অকালমৃত্যু ভেঙে দিয়েছে তাঁর অগণিত অনুরাগীকেও।

কাইলির মৃত্যুর পরে ফের সামনে এল ফেন্টানিলের (Fentanyl) ভয়ঙ্কর রূপ। হেরোইনের তুলনায় ৫০ গুণ বেশি শক্তিশালী এই সিন্থেটিক ওপিয়ড ড্রাগ। প্রথমে বেদনানাশক হিসেবে তৈরি হলেও, অতি দ্রুত নেশার দুনিয়ায় ঢুকে পড়ে ফেন্টানিল। উৎপাদন খরচ কম হওয়ায় ও সহজে পরিবহণযোগ্য হওয়ায় মার্কিন মুলুকে এই মাদকের চাহিদা তুঙ্গে। ওয়াশিংটনের (Washington) সরকারি রিপোর্ট বলছে, ২০২৩ সালে শুধু ফেন্টানিল সেবনের জেরে মারা গিয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ। প্রতিদিন গড়ে মৃত্যু হচ্ছে ২০০ জনের।

উল্লেখ্য যে, ২০১৬ সালে এই ফেন্টানিলের কারণে প্রাণ হারিয়েছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রিন্স (Prince)। ২০১৮-তে র‌্যাপার ম্যাক মিলার (Mac Miller) এবং ২০২১ সালে অভিনেতা মাইকেল কে উইলিয়ামস (Michael K Williams)-এর মৃত্যুতেও এই মাদকই ছিল প্রধান কারণ। এমনকী এ বছরের শুরুতে নেটপ্রভাবী ইভা ইভান্স (Eva Evans)-এর মৃত্যুর ক্ষেত্রেও ফেন্টানিলের অতিরিক্ত সেবনকেই দায়ী করা হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সূত্রের খবর। এই মাদক চক্রকে থামাতে মার্কিন প্রশাসন একাধিক পদক্ষেপ নিলেও এখনও তা পুরোপুরি সফল হয়নি। চোরাচালানকারীরা খেলনা, বৈদ্যুতিন সামগ্রী-সহ নানাবিধ পণ্যর ভিতরে ফেন্টানিল লুকিয়ে পাচার করছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সূত্রের দাবি। কাইলির (Kylie Page) এই মর্মান্তিক মৃত্যু নতুন করে তুলে দিল সেই একই প্রশ্ন, কেন এখনও রোধ করা যাচ্ছে না ফেন্টানিলের অবৈধ সেবন ও চোরাচালান? কেন প্রতি বছর হাজার হাজার প্রাণ অকালে ঝরে যাচ্ছে এই মাদকের জন্য? প্রাপ্তবয়স্ক বিনোদন জগত থেকে বলিউড-হলিউড প্রায় সমস্ত ক্ষেত্রেই এখন ফেন্টানিলের অতিরিক্ত ব্যবহারে মৃত্যুর ভয়াবহ সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আমেরিকা সহ গোটা বিশ্বে এই মাদক এক মারণছায়ায় পরিণত হবে।

ছবি: সংগৃহীত

আরও পড়ুন : A Celebration of Flavor, Culture, and Heritage: 34th Annual Mango Festival Lights Up Delhi

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read