



কুড়মি নেতার নিদান, ‘রাজনৈতিক নেতাদের গাছে বেঁধে রাখুন ‘
সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : রাজনৈতিক নেতাদের গাছে বেঁধে রাখার নিদান, কুড়মি নেতার। বাঁকুড়ার একটি সভায় বক্তব্য রাখছিলেন, আদিবাসী কুড়মি সমাজের নেতা, সুরজিৎ মাহাত। ওই সভা থেকে তিনি বলেন, ‘কুড়মিদের কোনও উন্নয়ন না হলে নেতাদের গ্রামে ঢুকতে দেবেন। রাজনৈতিক নেতারা গ্রামে ঢুকলে নেতাদের গাছে বেঁধে রাখুন।’ কুড়মি নেতার এহেন মন্তব্য রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় তুলেছে।
