



সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছা অব্যহতি কুণাল ঘোষ-এর (Kunal Ghosh)। এদিন সকাল বেলাতে থেকেই তাঁর এক্স হ্যাণ্ডেলের প্রোফাইল থেকে রাজনৈতিক পরিচয় আর দেখা যায়নি। সেখানে শুধু দেখা যায়, ‘জার্নালিস্ট, সোশ্যাল অ্যাকটিভিস্ট’। কুণাল ২৯ তারিখ একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, “নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর। সারা বছর ছ্যাঁতড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।’ প্রসঙ্গত, কুণাল ঘোষ দলেরই কোনও নেতার সম্পর্কে এহেন পোস্ট থেকে স্পষ্ট, তিনি দলেরই কোনও এক নেতার প্রতি বিক্ষুব্ধ। সূত্রের খবর, ওই নেতা কলকাতারই। ওই ব্যক্তির জন্য দলের (তৃণমূল কংগ্রেসের) ক্ষতি হচ্ছে বলে কুণাল ঘোষ-এর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। এর পরেই নেটাগরিকদের একটা বড় অংশ মনে করেন, এবার কী দল ছাড়বেন কুণাল? সোশ্যাল মিডিয়ায় কুণাল লেখেন, “আমি তৃণমূল কংগ্রেস এর রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিসফিট। আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না।” এরপরেই ওই পোস্টে কুণালের সংযোজন, “মমতা ববন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি, তৃণমূল কংগ্রেস আমার দল।” তবে রাজনৈতিক মহলের বড় অংশের দাবি, এটা হয়ত দল বদলের ইঙ্গিত! কুণাল ঘোষ-এর এক্স বায়ো তোলা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি মজুমদার বলেন, “অপেক্ষা করুন না। লোকসভা ভোট আসতে দিন, তারপর দেখবেন কতজনের কত কী উঠে যাবে।” -সংগৃহীত ছবি
আরও খবর : Narendra Modi : ‘বাংলার উন্নয়নে ৭ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন’ : নমো
