Sasraya News

Thursday, June 19, 2025

Koustav Bagchi : ‘কোর্টের অনুমতি ছাড়া কৌস্তাভের বিরুদ্ধে কোনও থানা পদক্ষেপ করতে পারবে না ‘ : হাইকোর্ট

Listen

কোর্টের অনুমতি ছাড়া কৌস্তাভের বিরুদ্ধে কোনও থানা পদক্ষেপ করতে পারবে না ‘ : হাইকোর্ট 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী মামলায় চার সপ্তাহের জন্য কলকাতা হাই কোর্টের নির্দেশ। পুলিশের উদ্দেশ্যে হাইকোর্টের নির্দেশ, ‘কোর্টের নির্দেশ ছাড়া কৌস্তুভ বাগচীর বিরুদ্ধে কোনও থানা পদক্ষেপ নিতে পারবে না। আগামী ৪ সপ্তাহের জন্য নির্দেশ বলবৎ থাকবে। এই মামলা সম্পর্কে আইনজীবী মহলের একটি বড় অংশের মত, এই নির্দেশে রাজ্য সরকার কোণঠাসা হল এবং তেমনি মুখও পুড়ল পুলিশের।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment