Sasraya News

Konkona Sen Sharma, Irrfan Khan : মন্টি নামেই ফিরলেন ইরফান! ১৭ বছর পর কঙ্কনার টুইস্টে ‘মেট্রো’তে অনুরণিত হল পুরনো প্রেমের সুর

Listen

শুভ্রাংশু চন্দ ★ সাশ্রয় নিউজ, মুম্বাই : সময় যেন থমকে দাঁড়ায় কিছু নাম উচ্চারণেই। ইরফান খান (Irrfan Khan) সেই বিরল অভিনেতাদের একজন, যাঁর অনুপস্থিতিও গল্পে থেকে যায় শিরায়-শিরায়। আর তাই, ১৭ বছর পর অনুরাগ বসু (Anurag Basu) যখন ফিরিয়ে আনছেন তাঁর কাল্ট ক্লাসিক ‘লাইফ ইন আ মেট্রো’–র (Life in a… Metro) জাদু। তখন এক নীরব অথচ হৃদয়ছোঁয়া শ্রদ্ধাঞ্জলি হয়ে উঠল কেবল একটি নাম ‘মন্টি’। ২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ‘মেট্রো’ ছবিতে ইরফানের ‘মন্টি’ চরিত্রটি হয়ে উঠেছিল এক অন্যরকম ভালবাসার প্রতীক। একরোখা, অদ্ভুত অথচ অনুভবে ভরপুর এক মানুষ, যাঁর প্রেম ছিল স্বতন্ত্র। আর সেই অনুরণিত প্রেমের স্পর্শ নিয়েই এবার আসছে ‘মেট্রো… ইন দিনো’ (Metro… In Dino)। ছবির কাস্ট এবার একেবারে ভিন্ন। নতুন প্রজন্মের আবেগ, টানাপোড়েন, সম্পর্কের টানাপড়েন নিয়েই এগোয় নতুন কাহিনি। তবু, একমাত্র ব্যতিক্রম কঙ্কনা সেন শর্মা (Konkona Sen Sharma)। প্রথম ছবিতে যিনি ছিলেন ‘শ্রুতি’, এবার তিনি ‘কাজল’ নামের নতুন এক চরিত্রে। এবং তাঁর বিপরীতে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। ছবির ট্রেলারে কঙ্কনার চরিত্র যতটা রহস্যময়, পঙ্কজের চরিত্র ততটাই প্রাণবন্ত। কিন্তু আসল চমক লুকিয়ে অন্যখানে, পঙ্কজ ত্রিপাঠীর চরিত্রের নাম ‘মন্টি’। পরিচালক অনুরাগ বসুর কথায়, “চিত্রনাট্য লেখার সময় পঙ্কজের চরিত্রের নাম ‘মন্টি’ ছিল না। আমরা অন্য কিছু ভেবেছিলাম। কিন্তু শুটিংয়ের প্রথম দিনেই কঙ্কনা এসে বলল, ‘মন্টি’ নামটা দিই না?” শুনেই এক মুহূর্তে রাজি হয়ে গিয়েছিলাম। মনে হল, এটাই হওয়া উচিত।” কঙ্কনা নিজেও স্মৃতিকাতর হয়ে বললেন, “পঙ্কজের এই চরিত্রটা অদ্ভুতুড়ে, সৎ ও স্পষ্ট। ওর মধ্যে কোথাও যেন ইরফানের পুরনো ‘মন্টি’-র ছায়া আছে। যদিও চরিত্র একেবারেই আলাদা। তবু প্রেমের যে সরল, হাস্যরস-ভরা অভিব্যক্তি, সেটা একইরকম। এই নামটা একটা ভালোবাসার স্মারক।”

কঙ্কনা সেন শর্মা। ছবি : সংগৃহীত

একটি নাম, একটিমাত্র শব্দ, এক টুকরো স্মৃতি – এইসব মিলে তৈরি হল এমন এক শ্রদ্ধাঞ্জলি, যেখানে সংলাপ নেই, উপস্থিতিও নেই, শুধু অনুভবের ঘনঘটা। এই প্রসঙ্গে পরিচালক অনুরাগ বসু আরও বলেন, “আমরা কখনও ভাবিনি ছবিতে ইরফানের কোনও সংলাপ বা দৃশ্য রাখব। সেটা হয়তো নাটকীয় হত। বরং আমরা এমন কিছু খুঁজছিলাম, যা নিঃশব্দে, নম্রতায় তাঁকে স্মরণ করবে। ‘মন্টি’ নামটা সেটাই করে দেখাল।” ‘মেট্রো… ইন দিনো’-তে প্রধান চরিত্রে রয়েছেন আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapur), সারা আলি খান (Sara Ali Khan), আলি ফজল (Ali Fazal), ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh), নীনা গুপ্তা (Neena Gupta) ও অনুপম খের (Anupam Kher)। প্রত্যেকেই তুলে ধরছেন আলাদা আলাদা সম্পর্কের জটিলতা, ভাঙন আর আশার গল্প। তবে ছবির মূল নায়ক, সম্পর্ক নিজেই। যেমনটা প্রথম ‘মেট্রো’ ছবিতে হয়েছিল। সেই একই আবহ, একই সুর, শহরের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা একাকীত্ব, প্রেম আর পুনর্জন্মের টানাপড়েন।

৪ জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি। দর্শকদের কাছে এই সিনেমা নিছকই একটি সিক্যুয়েল নয়, এক আত্মিক অনুবৃত্তি। একটি শহরের সঙ্গে একেকটা হৃদয়ের গল্প। আর তার মাঝেই, নিঃশব্দে উচ্চারিত হয় এক নাম, ‘ইরফান’। এই ছবি যেন বলেই দেয়, কখনও কখনও কেউ চলে গিয়ে থেকেও যায়। যেমন ‘মন্টি’। যেমন ইরফান। “এই নামটা এক ধরনের ভালবাসা, এক টুকরো শ্রদ্ধা,” বললেন কঙ্কনা। আর হয়ত তার মধ্যেই লুকিয়ে রয়েছে ‘মেট্রো… ইন দিনো’-র আসল চাবিকাঠি। এক নতুন গল্প, পুরনো প্রেমের ঘ্রাণে মোড়া।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Starlink : ভারতে স্টারলিঙ্কের উড়ান শুরু, ইন্টারনেট বিপ্লবের দোরগোড়ায় দেশ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read