Sasraya News

Thursday, June 19, 2025

Kolkata Today : বিপজ্জনক অবস্থায় গার্ডেনরিচে নির্মিয়মান আবাসন

Listen

বিপজ্জনক অবস্থায় গার্ডেনরিচে নির্মিয়মান আবাসন

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিপজ্জনক অবস্থায় গার্ডেনরিচে নির্মিয়মান আবাসন। দুটি পাশাপাশি আবাসন ঝুলে আছে অপরটির সঙ্গে। গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে ওই আবাসনের একটিতে ফাটল চোখে পড়ে বলে উল্লেখ। এলাকার মানুষজনের কথায়, ‘বে-আইনিভাবে তৈরি হয়েছে আবাসন দু’টি। চারতলার পারমিশন থাকলেও পাঁচতলা তোলা হয়েছে।’ কলকাতা পুরসভা একটি আবসন ইতিমধ্যেই ভাঙার কজ শুরু করেছে বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment