



সংস্কার করা হবে টালিগঞ্জ ও কালীঘাট ফায়ার স্টেশন
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সংস্কার করা হবে টালিওগঞ্জ ও কালীঘাট ফায়ার স্টেশন। আজ বুধবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে ওই দুই ফায়ার স্টেশন পরিদর্শনে যান মন্ত্রী সুজিত বসু। সূত্রের খবর, আগামী দেড় বছরের ভেতর দমকল কেন্দ্রগুলির নতুন ভবনগুলির কাজ শুরু হবে বলে উল্লেখ। এদিন দুই মন্ত্রীর সঙ্গে ছিলেন, পূর্ত দফতরের আধিকারিকরা, স্থানীয় পুরপ্রতিনিধি, দমকল আধিকারিকরা ও পুলিশকর্মীরা। ওই দু’টি দমকল কেন্দ্রের সংস্কার করতে খরচ হবে প্রায় ১৬ কোটি টাকা বলে উল্লেখ।
