



বিজেপি ছেড়ে তৃণমূলে টলি অভিনেত্রী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিজেপিতে পরিচিত মুখ ছিলেন রিমঝিম মিত্র। ২০১৯-এ বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর থেকে দলের ভেতর পরিচিতি লাভ করতে থাকেন। হঠাৎ রবিবার রাজ ভবন চত্বরে তৃণমূল কংগ্রেসের ধর্না মঞ্চে উপস্থিত হন রিমঝিম। সেইসময় মঞ্চে রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্ররা। দেবাংশু ভট্টাচার্য মাইকে ঘোষণা করেন, টলি অভিনেত্রী রিমঝিম মিত্র যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। এর আগে টলিপাড়ার বেশ কিছু পরিচিত মুখ পদ্ম শিবিরে যোগ দান করেন। নির্বাচনও লড়েন। কিন্তু একসময় অনেকেই দলের সঙ্গে দূরত্ব বৃদ্ধি করেন। কেন? তা স্পষ্ট নয় ওয়াকিবহাল মহতেও।
