Sasraya News

Saturday, February 15, 2025

Kolkata Metro : মেট্রোয় আত্মহত্যা, বিঘ্নিত পরিষেবা

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : মেট্রোর (Kolkata Metro) সামনে ঝাঁপ নেতাজী ভবন মেট্রো স্টেশনে। বুধবার দুপুরবেলা ঘটনাটি ঘটে। অফিস টাইমে এহেন ঘটনায় নাজেহাল নিত্যযাত্রীরা। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে মেট্রো পরিষেবা। মেট্রোরেল সূত্রে খবর যে, বেলা ১১:৪০ নাগাদ এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। কবি সুভাষ-দমদমগামী লাইনের এই ঘটনায় যাত্রীপরিষেবা বিঘ্নিত হয়। কলকাতা মেট্রোরেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যায়, লাইনের পাওয়ার ব্লক নিষ্ক্রিয় করে দেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ছবি : সংগৃহীত 

আরও খবর : Coochbehar : তুফানগঞ্জের এক এএসআইকে ক্লোজ করল কোচবিহার পুলিশ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment