Sasraya News

Friday, March 28, 2025

Kolkata Metro : অফিস টাইমে মেট্রো ভোগান্তি

Listen

অফিস টাইমে মেট্রো ভোগান্তি

সাশ্রয় নিউজ ★ কলকাতা : অফিস টাইমে মেট্রো ভোগান্তিতে নাজেহাল নিত্যযাত্রীরা। কাজের দিন অফিস টাইমে হঠাৎ মেট্রো দুর্ভোগ কেন? কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, কালীঘাট স্টেশনের কাছে কিছু যান্ত্রিক গোলযোগ হওয়ায় বন্ধ রাখা হয় মেট্রো পরিষেবা। বন্ধ থাকে কবি সুভাষ দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর কবি সুভাষ মেট্রো চলাচল। ওই সময় কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার ও দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সচল থাকে। প্রায় তিনঘণ্টা পরে পুনরায় স্বভাবিক হয় মেট্রো পরিষেবা।।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment