Sasraya News

Wednesday, June 18, 2025

Kolkata Incident : মেয়ো রোডে বাস দুর্ঘটনা

Listen

মেয়ো রোডে বাস দুর্ঘটনা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : খোদ শহর কলকাতায় বাস দুর্ঘটনা। যাত্রীদের অভিযোগ তীব্র গতিতে চলছিল বাসটি। একটি বাইককে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায় বলে উল্লেখ। মেটিয়াবুরুজ হাওড়া রুটের ওই বাস উল্টে আহত হন বেশ কিছু যাত্রী। গুরুতর আহত বাইক চলকও। যাত্রীদের ভেতর আটজনের জনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর। তাঁদের এস এস কে এম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment