



ব্যবসায়ী আটক পুলিশের জালে, ২ কোটি টাকা নগদ সহ আবারও ২২ কোটি টাকার খোঁজ
সাশ্রয় নিউজ : হাওড়ার শিবপুরে একটি হাউজিং কমপ্লেক্সে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি অভিযানে এক ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ দু-কোটি টাকা নগদসহ হীরে ও সোনার অলঙ্কার উদ্ধার করেছে। পুলিশ মারফৎ খবর, ওই ব্যবসায়ীর নাম শৈলেশ পাণ্ডে। পুলিশ মারফৎ আরও জানা যায় যে, ওই ব্যবসায়ীর ২টি ২০ কোটি টাকার ব্যাঙ্ক আমানত বায়েয়াপ্ত করা হয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করার নামে প্রতারণার অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। গত শনিবারের রাত্রে পুলিশ হাওড়ার শিবপুরের রিভার্ডেল হাউসিং কমপ্লেক্সে অভিযান চালালে শৈলেশ পাণ্ডে পুলিশের জালে ধরা পড়েন। কিন্তু জানা যাচ্ছে, তাঁর ফ্ল্যাটের অন্যান্য সদস্যরা পলাতক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
