



সাশ্রয় নিউজ ★ কলকাতা : শহরে অগ্নিকাণ্ডের ঘটনা (Kolkata Fire)। শুক্রবার বেলা ১২ টা নাগাদ স্কুলে আগুন লাগে বলে খবর। সুবোধ মল্লিক স্কোয়ারের একটি বহুতলের তিন তলায় ওই স্কুল। আগুনের খবর পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন লা মার্টিনা নামের ওই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষক ও শিক্ষক ও স্থানীয়রা ছাত্রছাত্রীদের কাছেই একটি ক্লাবে নিয়ে যান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিনও। দমকল সূত্রে জানানো হয় যে, স্কুলটির ওপরের তলায় আগুন লেগেছিল। পাশেই শিক্ষদের হোস্টেল ছিল, সেখানে পৌঁছতে পারেনি আগুন। দমকল সূত্র জানায়, পাশেই একটি হোমে আগুন লাগে। হোমটিতে মোট ৮টি ঘরের ভেতর দু’টি ঘর ভস্মীভূত বলে খবর। ওই ঘরে স্কুলের বইপত্র ও আবাসিকদের বিছানাপত্র ছিল। এক ছাত্রীর কথায়, “ক্লাস করছিলাম। আচমকা ধোঁয়া বের হচ্ছিল। আমরা সব ছুটে বেরিয়ে যাই। খুব ভয় পেয়ে গিয়েছি।” আগুন লাগার কারণ সম্পর্কে দমকল সূত্র মনে করে, স্পষ্ট নয় আগুন লাগার কারণ। প্রাথমিকভাবে অনুমান ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। -সংগৃহীত চিত্র
আরও পড়ুন : Narendra Modi : ‘বাংলার উন্নয়নে ৭ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন’ : নমো
