Sasraya News

Saturday, February 15, 2025

Kolkata Doctor rape-murder Case : ২৮০ জনকে পুলিশের নোটিস, চিহ্নিত এক হাজার প্রোফাইল

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মৃত চিকিৎসককে কেন্দ্র করে সমাজ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ ওঠে। এই মর্মে বারবার সকলের উদ্দেশ্যে পুলিশ সকলকে সতর্কও করে। এবার লালবাজার থেকে ২৮০ জনকে গুজব ছড়ানোর অভিযোগে নোটিস দেওয়া হয় বলে উল্লেখ।

 

-প্রতীকী চিত্র

 

সূত্রের খবর, শুধু পশ্চিমবঙ্গই নয়, তালিকায় মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশের বাসিন্দাও আছেন। তাঁদের বিরুদ্ধে আরজি কর কাণ্ডে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ যেমন আছে তেমনি মৃত চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে নিয়ে আসারও অভিযোগ বলে উল্লেখ। গুজব ছড়াতে সমাজমাধ্যমে অনেক ভুয়ো প্রোফাইলও ব্যবহার হয় বলে লালবাজার সূত্রে খবর। শুধু তা-ই নয়, বাংলাদেশ ও পাকিস্তানের আইপি অ্যাড্রেস ব্যবহার করে আরজি কর কাণ্ডের গুজব ছড়ানোর অভিযোগ! সমাজমাধ্যমে সামনে আসে সিমেন সংক্রান্ত গুজবও। অন্যদিকে, সূত্রের আরও খবর, গুজব ছড়ানোর অভিযোগে সমাজমাধ্যমের এক হাজার প্রোফাইল চিহ্নিত করে পুলিশ। প্রসঙ্গত, ভুল তথ্য ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসককে তলব করেছিল লালবাজার। সোমবার সেই দুই চিকিৎসক লালবাজার হাজিরা দেন।

-প্রতীকী চিত্র 

আরও খবর : RG Kar Protest : লালবাজারের ডাকে সাড়া দিলেন দুই চিকিৎসক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment