



শহরকে যানজট মুক্ত রাখতে কলকাতা পুলিশের তৎপরতা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : পুজোর আগে থেকেই কলকাতায় আছড়ে পড়ে ভিড়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মণ্ডপগুলিতে ঠাকুর দর্শন করতে আসেন দর্শনার্থীরা। সেই ভিড়ে যাতে যানচলাচলে ব্যাঘাত না ঘটে সেই দিকে তৎপর কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কলকাতার একাধিক পুজোমণ্ডপ ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বিশ্বকাপ উপলক্ষ্যে কলকাতায় বিদেশী পর্যটকদের বেশ ভিড় হওয়ার সম্ভবনা। এই সময় পর্যটকরা যাতে কলকাতার মণ্ডপগুলি ঘুরে দেখতে কোনও বিড়ম্বনায় না পড়েন সেদিকে সতর্ক কলকাতা পুলিশ। সেই জন্য মহালয়ার আগে থেকেই শহরকে যানজট মুক্ত রাখতে চায় পুলিশ।
