



যাদবপুরকাণ্ডের এক আসামীকে সপাটে চড় আইনজীবীর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : যাদবপুরকাণ্ডে অভিযুক্তদের আদালতে তোলা হয় সোমবার। আদালতে ১২ জনকে পেশ করা হয়। ধৃতদের যখন প্রিজন ভ্যান থেকে আদালতে পুলিশ ঢুকছিল, তখনই এক আইনজীবী একজন ধৃতের পিঠে সপাটে চড় বসান। রমা দাস নাম ওই আইনজীবীর। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি ওই কাণ্ড ঘটিয়ে বসেন।

সূত্রের খবর, আসামীদের যখন প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছিল, তখনই আইনজীবী রমা দাস চিৎকার করে বলছিলেন, ‘বেরিয়ে আয়, তোকে অভ্যর্থনা করব আমরা। পুলিশি নিরাপত্তার মধ্যে আছিস, ঠিক আছে। ভিতরে আগে ঢোক।’ এ ঘটনার পরে পুলিশের দায়িত্ব সচেতনতা সম্পর্কেও প্রশ্ন তুলেছেন একাংশের সাধারণ মানুষ। বছর বাহাত্তরের ওই প্রবীণ আইনজীবী সংবাদমাধ্যমে বলেন, ‘উত্তেজিত হয়ে করে ফেলেছি।’ তবে তাঁর কথায় কোনও আফসোস ধরা পড়েনি। সংবাদমাধ্যমে স্পষ্ট বলেন, ‘মারতে তো সুযোগ পেলাম না। আরও ফেলে মারতাম। মানুষের জীবন নিয়ে খেলা করা উচিত নয়।’ বিশ্ববিদ্যালয়গুলির অ্যান্টি র্যাগিং সেলের ভূমিকা বিষয়েও ক্ষিপ্ত আইনজীবী রমা দাস।
