Sasraya News

Kolkata : ব্যাঙ্ক প্রতারণার দায়ে ধৃত ব্যবসায়ী

Listen

ব্যাঙ্ক প্রতারণার দায়ে ধৃত ব্যবসায়ী 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ব্যাঙ্ক প্রতারণার দায়ে ইডি-এর জালে এক ব্যবসায়ী। ইডি সূত্রে উল্লেখ, ধৃত ব্যবসায়ী মুম্বাইয়ের বাসিন্দা। ওই ব্যবসায়ীর বিরুদ্ধ্ব ১০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। হাওয়ালাকাণ্ডের সঙ্গে ধৃতের যোগসাজশ থাকতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ব্যাঙ্কশাল আদালত ধৃতকে দশ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read