



বেপরোয়া গাড়ির বলি কলেজ ছাত্র
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বেপরোয়া গাড়ির বলি হতে হল এক কলেজ ছাত্রকে। ঘটনাটি ঘটে রবিবার সকালবেলা। সকাল ছয়টা নাগাদ একটি বিএমডব্লুভিইউ গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক বাইক চালক। ফোর্ট উইলিয়ামসের দক্ষিণ গেটে ঘটিনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, খিদিরপুরের দিক থেকে পাশাপাশি আসছিল বিএমডব্লুভিইউ ও বাইকটি। হেলমেট ছাড়াই বাইকে করে তিনজন তরুণ ময়দানে খেলতে আসছিলেন বলে উল্লেখ।
