



ওয়ানডেতে চার হাজার রান পূর্ণ করলেন রাহুল
সাশ্রয় নিউজ ★ কলম্বো : ওয়ানডে ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করলেন কে এল রাহুল। চার মাস পরে চোট সারিয়ে আজকেই দেশের পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামেন। ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞদের চর্চায় আছেন এই ভারতীয় উইকেট কিপার ব্যাটার। তিনি গত আইপিএলে চোট পেয়েছিলেন। তারপর বিগত চারমাস থেকে ক্রিজে ফেরার জন্য মুখিয়েছিলেন। আজকের ভারত ও পাকিস্তান ম্যাচে শ্রেয়স আইয়ারের জায়গায় দলে দলে জায়গা পান রাহুল। উল্লেখ্য, দ্রুততম ব্যাটার হিসেবে এই কর্ণাটকী তৃতীয় ব্যাটার, যুগ্মভাবে এই কেরিয়ারে ও দেশের হয়ে দৃষ্টান্ত রাখলেন বলে উল্লেখ।
-ফাইল চিত্র
