



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : একদা কেএল রাহুলের (KL Rahul) ওপর বিসিসিআইয়ের খাঁড়া ঝুলেছিল। সালটা ২০১৯। ‘কফি উইথ করণ শো’-তে গিয়েছিলেন কেএল রাহুল (KL Rahul) ও হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। সেই অনুষ্ঠানে মহিলাদের ওপর আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে হার্দিক ও রাহুলের বিরুদ্ধে। এই জন্য তাঁরা ভারতীয় ক্রিকেট বোর্ডের শো-কজ নোটিশও পান। বোর্ডের শাস্তির মুখে পড়তে হয় হার্দিক ও কেএল রাহুলকে। পরে অবশ্য নির্বাসন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন দুই তারকা ক্রিকেটারই।

মাঝে অনেকগুলি সময় বয়ে গিয়েছে। কেএল বিয়ে করেন অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠিকে। আথিয়া নিজেও একজন অভিনেত্রী। ক্রিকেটার ও অভিনেত্রীর দাম্পত্য জীবনের গল্প বিশেষ বাইরে আসে না। তবে সম্প্রতি একটি পডকাস্টে কেএল রাহুল সেই সময়ের মানসিক অবস্থা শেয়ার করেন। বলেন, ‘ওই সাক্ষাৎকারটা একেবারেই আলাদা ছিল। যা আমাকে বদলে দিয়েছিল। আমূল পাল্টে দিয়েছিল। আমি ভীষণ লাজুক ছিলাম। তারপর ভারতের হয়ে খেলেছি।’
রাহুল আরও বলেন, ‘পরবর্তীতে আত্মবিশ্বাসী হয়ে উঠি। এখন সবাই আমাকে চিনতে পারবে, কারণ এখন একটা ঘরে একশো জন থাকলে আমি সবার সঙ্গে কথা বলব। কিন্তু এখন কেন জানি না আমি ওই সাক্ষাৎকারের পর খুব ভয় পেয়েছিলাম। দল থেকে নির্বাসিত হয়েছিলাম। আসলে আমি কখনও স্কুলে, কলেজে শাস্তি পাইনি। সাসপেন্ডও হইনি। আমার মা-বাবারও কখনও ডাক পড়েনি। ওটাই প্রথম ছিল যখন আমাকে এত সমালোচনা শুনতে হয়েছিল।’ ওই পডকাস্টে ঝরে পড়ে রাহুলের ওই সময়টি মানসিক অবস্থা। তবে সেই সব সময় থেকে তিনি অনেকটা দূরে। ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আসন্ন দলীপ ট্রফিতে খেলবেন রাহুল।
ছবি : সংগৃহীত
আরও খবর : Shikhar Dhawan : অবসর ঘোষণা করলেন শিখর ধাওয়ান
