



সাশ্রয় নিউজ ★ কলকাতা : আইপিএল (IPL 2024) কলকাতা নাইট রাইডারস ও সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি প্রথম থেকেই চমকপ্রদ হয়ে ওঠে। প্রথমত ইডেন গার্ডেন্সের খেলা নিয়ে প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। গতকাল KKR vs SRH ম্যাচে কেকেআরের রমনদীপ সিং দৃষ্টিনন্দন ইনিংস উপহার দিলেন। এদিন ৩৫ রান করেন মাত্র ১৭ বলে। সঙ্গে ছিলেন সল্ট। এই জুটি ৫৪ রান স্কোর বোর্ডে যোগ করেন। অনেকেই মনে করছে, নাইট রাইডারস দ্বিতীয় রিঙ্কুর সন্ধান পেয়ে গিয়েছে। রমনদীপ সিং ২০২৩ তে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। কুড়ি লক্ষ টাকায় মুম্বাই তাঁকে সেবার কেনে। খেলেছিলেন পাঁচ ম্যাচ। বছর ২৬-এর এই ব্যাটারের ভেতর অনেক স্বপ্ন দেখতে শুরু করেছেন ম্যানেজমেন্ট। পাঞ্জাবের হয়ে মিডিয়াম পেস বল করেন। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে ৩ উইকেট পান, খরচ করেন ২০ রান। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পান ২ উইকেট। দিয়েছিলেন ২৯ রান। সুতরাং তাঁর ভেতর ভাল অলরাউন্ডারের সম্ভাবনা দেখতে পাচ্ছে কেকেআর। নিজে ৩৪ রান করলেও তাঁর জীবনের আদর্শ আন্দ্রে রাসেল ২৫ বলে ৬৪ রান করায় খুশি রামনদীপ। শুধু তাই না, এদিনের ম্যাচে ১৫ বলে ২৩ রান করেছেন রিঙ্কু সিং। ফিল সল্ট ৫০ রান করেন। তবে ম্যাচে আলাদাভাবে রাসেলের ব্যাটিং প্রত্যেকের নজর কাড়ে। ছবি : সংগৃহীত
আরও পড়ুন : IPL : জয় দিয়ে IPL অভিযান শুরু করল KKR
