Sasraya News

KKR : নাইটরা পেলেন নতুন অধিনায়ক

Listen

নাইটরা পেলেন নতুন অধিনায়ক

সাশ্রয় নিউজ ★ কলকাতা : শ্রেয়স আইয়ার-এর পিঠে চোটের জন্য এবার আইপিএল-এ কেকেআর-কে বেশ চিন্তার ভেতর পড়তে হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজও খেলতে পারেননি ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার। ভারতীয় বোর্ডের তরফ থেকে তাঁকে অস্ত্রপচারের পরামর্শ দেওয়া হলেও সেই পরামর্শ এড়িয়ে যান শ্রেয়স। সূত্রের খবর, এই মুহূর্তে অস্ত্রোপচার করাতে গেলে দেশের মাটিতে  বিশ্বকাপ খেলাও অনিশ্চিত হয়ে যেতে পারে। তাই তিনি অস্ত্রপচার থেকে বিরত থাকেন। অন্যদিকে আসন্ন আইপিএল-এ কেকেআর-এর অধিনায়ক হিসেবে নিতিশ রানা-এর নাম ঘোষণা করা হয়। কেকেআর-এর পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে দলনায়ক হিসেবে নীতিশ রানা-এর নাম ঘোষণার পাশাপাশি উল্লেখ, আসন্ন আইপিএল-এর শেষের দিকে শ্রেয়স কুমারকে টিম কেকেআর পেতে পারেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read