Sasraya News

KKR : কেকেআর ছাড়ছে শার্দূল ঠাকুরকে

Listen

কেকেআর ছাড়ছে শার্দূল ঠাকুরকে 

KKR, Kolkata Knight Rider’s, Thakur, Kolkata Night Rider’s, KKR, Gautam Gambhir, Icc Mens ODI Cricket World Cup 2023 India, Mentor KKR, Former Indian Cricketer Gautam Gambhir, IPL 2024 :: সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিশ্বকাপ (Icc Mens ODI cricket World Cup 2023, India) শেষ হওয়ার পরেই আইপিএল (IPL 2024) দামামা বেজে গিয়েছে। দেশের মাটিতে বিশ্বকাপের পরেই কেকেআর ফিরিয়ে নিয়ে এসেছে, তাঁদের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। গৌতম কেকেআর-এর (KKR) মেন্টর হিসেবে ফিরেই তাঁর দলকে নতুন করে গড়ে নিতে চাইছেন বলে উল্লেখ। বিশেষ সূত্রে খবর যে, গৌতম গম্ভীর দলের দায়িত্ব নিয়ে ফেরার পরেই শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) কেকেআর (KKR) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১০.২৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডারস (Kolkata Knight Rider’s) কিনেছিল শার্দূলকে।

আরও পড়ুন : Ravichandran Ashwin : বিরক্ত আশ্বিন, রোহিতকে নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন

তাঁর পারফরম্যান্সে কেকেআর কর্তৃপক্ষ খুশি নন বলেই তাঁকে নিয়ে শনিবার এ সিদ্ধান্ত নেয় কেকেআর। গত মরশুমে শার্দূল-এর পারফরম্যান্স ফিরে দেখলে দেখা যায় যায় যে, আইপিএল ২০২৩এ কলকাতা নাইট রাইডারস-এর হয়ে মোট ১১ ম্যাচ খেলেন। ৯ ম্যাচে উইকেট পান ৭টি। এবং ওই মরশুমে রান করেছিলেন ১১৩। 

আরও পড়ুন : PM Narendra Modi : ভারতীয় দলের পাশে প্রধানমন্ত্রী, বিরাট ও রোহিতদের কী বললেন নমো!

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read