Kiara Advani, Salman Khan, Kiara Advani real name | সলমন -এর এক কথাতেই বদলে গেল আলিয়া আডবাণীর জীবন! জানেন কি, কীভাবে হলেন ‘কিয়ারা’?

SHARE:

দুর্গাপুজোর আগে ফিটনেস টিপস জানতে চান? মালাইকা অরোরা, প্রিয়াঙ্কা চোপড়া ও কিয়ারা আডবানির সিক্রেট ডায়েট প্ল্যান জেনে নিন, যা আপনাকে এনে দেবে ফিট শরীর ও উজ্জ্বল লুক।

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বই: বলিউডের ঝলমলে জগতে আজ তিনি অন্যতম জনপ্রিয় নায়িকা। কিন্তু সবাই জানে না, কিয়ারা আডবাণী (Kiara Advani) -এর এই নামটাই আসলে তাঁর জন্মনাম নয়। ‘কভি খুশি কভি গম’ (Kabhi Khushi Kabhie Gham) সিনেমার সংলাপ মুখস্থ বলা, প্রিয় গান গাওয়া, এসব দিয়ে শুরু হয়েছিল তাঁর স্বপ্নের পথচলা। ছোট থেকেই অভিনয়ের প্রতি প্রবল টান ছিল তাঁর। কিন্তু এই কিয়ারা নামের পেছনের গল্পে আছে এক অজানা অধ্যায়, যেখানে আছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান (Salman Khan)। কিয়ারার জন্মনাম ছিল আলিয়া আডবাণী (Alia Advani)। তবে বলিউডে আসার আগে সলমনই তাঁকে নাম পালটানোর পরামর্শ দেন। কারণ তখন ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। দুই আলিয়া নাম একসঙ্গে থাকলে বিভ্রান্তি তৈরি হতে পারে, এমন পরামর্শেই সলমন বলেন, “তোমার জন্য একটা নতুন নাম বেছে নাও, যেটা আলাদা আর স্মরণীয়।” সেই পরামর্শ মেনে আলিয়া নিজেই বেছে নেন নতুন নাম, ‘কিয়ারা’।

আরও পড়ুন : World Cup 2025, Cricket Final, India Champions | বিশ্বচাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট দল

Meena Kumari biopic sparks buzz in Bollywood. Will Kiara Advani or Triptii Dimri play the iconic role? Find out the details here.
কিয়ারা আদবাণী। ছবি: সংগৃহীত

কিন্তু কেন ‘কিয়ারা’? এখানেই রয়েছে এক মিষ্টি গল্প। প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) -এর অভিনীত সিনেমা ‘আনজানা আনজানি’ (Anjaana Anjaani) কিয়ারার প্রিয় ছবিগুলির একটি। সেই সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রের নাম ছিল কিয়ারা। অভিনেত্রীর মতে, তিনি তখনই ঠিক করেছিলেন, ভবিষ্যতে যদি তাঁর মেয়ে হয়, তবে তার নাম রাখবেন ‘কিয়ারা’। কিন্তু ভাগ্যের খেলায়, নিজেরই নাম হয়ে যায় কিয়ারা আডবাণী। এই সিদ্ধান্তের পর থেকেই শুরু হয় তাঁর নতুন পরিচয়ের যাত্রা। কিয়ারা আডবাণী নামে বলিউডে আত্মপ্রকাশ করেন ২০১৪ সালে ‘ফগলি’ (Fugly) সিনেমায়। যদিও প্রথম ছবিটি বক্স অফিসে তেমন সফল হয়নি, কিন্তু তাঁর পরিশ্রম, সৌন্দর্য ও অভিনয়ের আত্মবিশ্বাস তাঁকে দ্রুত এগিয়ে দেয় ইন্ডাস্ট্রির মূল ধারায়।

পর্যন্ত আইপিএলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মাঠে বলিউডের গ্ল্যামার, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রচার, আর্থিক লাভ, সব মিলিয়ে আইপিএল ক্রিকেট একটি বিশাল বিনোদনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তবে সালমান খান স্পষ্ট করে দিলেন, তিনি এই দৌড়ে নেই এবং থাকতে চানও না।
অভিনেতা সালমান খান। ছবি : সংগৃহীত

কিয়ারা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “সলমন স্যার বলেছিলেন, ‘তোমার নিজের পরিচয় তৈরি করো। এমন একটা নাম রাখো, যেটা শুনলেই সবাই মনে রাখবে।’ আমি ওনার কথাটা মনে রেখেছিলাম। আমি নিজের নাম নিজেই বেছে নিয়েছি, আর সেটাই আজ আমার পরিচয়।” অভিনেত্রীর মা জিনেভিভ আডবাণী (Genevieve Advani) শুরু থেকেই মেয়ের পাশে ছিলেন। তবে একটি শর্তে, শিক্ষা কখনও বন্ধ করা যাবে না। কিয়ারা মুম্বইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুল (Cathedral and John Connon School) থেকে পড়াশোনা শেষ করেন, তারপর জৈ হিন্দ কলেজ (Jai Hind College) থেকে মাস কমিউনিকেশনে স্নাতক হন। তাঁর মা বলেছিলেন, “অভিনয় করতে চাইলে করো, কিন্তু আগে পড়াশোনা শেষ করো।” তবে বাবা জগদীপ আডবাণী (Jagdeep Advani) শুরুতে কিয়ারার অভিনয়ে আসা নিয়ে রাজি ছিলেন না। তিনি চেয়েছিলেন মেয়ে ব্যবসা বা কর্পোরেট জগতে পা রাখুক। কিন্তু কিয়ারা তাঁকে বোঝান ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots) সিনেমা দেখিয়ে। কিয়ারার কথায়, “আমি বাবাকে বলেছিলাম, আমিও আমার প্যাশন ফলো করতে চাই। আমি এমন কিছু করতে চাই যা আমাকে বাঁচিয়ে রাখবে।”

আরও পড়ুন : India Women’s Cricket World Cup 2025, Harmanpreet Kaur, Rohit Sharma emotional, Virat Kohli message | হরমনপ্রীতদের বিশ্বজয় দেখে চোখে জল রোহিতের! কোহলির অনুপ্রেরণার বার্তা: ‘তোমরা নতুন প্রজন্মকে পথ দেখালে’

তারপর থেকেই শুরু হয় তাঁর কঠিন সংগ্রাম। অডিশন, প্রত্যাখ্যান, আবার চেষ্টা সব কিছুর মধ্য দিয়েই ধীরে ধীরে জায়গা তৈরি করেন কিয়ারা। ২০১৬ সালে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ (M.S. Dhoni: The Untold Story) সাক্ষী ধোনির চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। এরপর ‘কবীর সিং’ (Kabir Singh), ‘শেরশাহ’ (Shershaah), ‘ভুল ভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2) -এর মতো ছবিতে অভিনয় করে প্রমাণ করেন তাঁর বহুমুখী প্রতিভা। কিয়ারা বলেন, “আমি যখন নিজের নাম বদলেছিলাম, জানতাম না এই নাম একদিন এতটা পরিচিত হয়ে উঠবে। কিন্তু আজ মনে হয়, সলমন স্যারের কথাই ঠিক ছিল, নামও কখনও ভাগ্য বদলে দিতে পারে।”

কিয়ারা আদবাণী। ছবি : সংগৃহীত

বর্তমানে কিয়ারা আডবাণী বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। ব্যক্তিগত জীবনেও স্থিতিশীল, বিয়ে করেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে (Sidharth Malhotra), আর একসঙ্গে তাঁদের রোমান্টিক কেমিস্ট্রি এখন সোশ্যাল মিডিয়ার আলোচ্য বিষয়। তবে কিয়ারা আজও নিজের শিকড় ভুলে যাননি। পরিবারের প্রতি ভালবাসা, পরিশ্রম, আর নিজস্ব পরিচয়ের প্রতি শ্রদ্ধা, এই তিনেই তৈরি তাঁর জীবনদর্শন। তাঁর মতে, “নাম বা গ্ল্যামার নয়, আসল বিষয় হলো নিজেকে সত্যি করে রাখা। আমি যেমন ছিলাম, আজও তেমনই আছি।”

এইভাবেই এক সাধারণ ‘আলিয়া আডবাণী’ থেকে বলিউডের ঝলমলে ‘কিয়ারা’ হয়ে ওঠার গল্পটা আজ প্রেরণা অনেক তরুণীর কাছে। আর এর পেছনে যে এক কথায় ভাগ্য বদলে দিয়েছিলেন সলমন খান, তাতে আর কোনও সন্দেহ নেই।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Alia Bhatt Pink Lips Secret, Kiara Advani Beauty Routine | আলিয়া-কিয়ারার মতো ঠোঁট পেতে চাইছেন? রান্নাঘরের এই উপকরণই হতে পারে আপনার বিউটি রহস্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন