Sasraya News

Kharagpur Station : সদ্যজাত ট্রেনের ভেতর 

Listen

সদ্যজাত ট্রেনের ভেতর 

সাশ্রয় নিউজ : ‘যে শিশুটি ভূমিষ্ঠ হল, আজ রাতে / তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক ‘… কবি সুকান্ত ভট্টাচার্য-এর কবিতা আজ ট্রেনের কামরায়। ট্রেন যাত্রীদের সহযোগিতায় ট্রেনের কামরার মধ্যেই একজন প্রসূতি মা সন্তান প্রসব করলেন। 

    খড়গপুর স্টেশন সূত্রে খবর, এই দম্পতি যুগল বিহার থেকে খড়গপুরে এক আত্মীয়ের বাড়ি আসছিলেন। জানা যায়, দু’জনেই ইঁট ভাটার শ্রমিক। প্রসূতির স্বামী চলন্ত ট্রেনে স্ত্রীর প্রসব বেদনা উঠবে তা আঁচ করতে পারেননি। ট্রেনের ভেতর এই অবস্থায় স্ত্রীকে নিয়ে কী করবেন বুঝতে পারছিলেন না। ওই কামরারই দু’জন সহৃদয় মহিলার তৎপরতায় অন্তঃসত্ত্বা প্রসূতি ট্রেনের  কামরাতেই সদ্যোজাতের জন্মদিলেন। ওই দুই মহিলার তৎপরতায় ট্রেন-কামরার একটি সাইডকে কাপড় দিয়ে ঘিরে সন্তান প্রসব করানো হলে, মেদিনীপুর স্টেশনে ট্রেনটি থামলে যাত্রীদের সহযোগিতায় স্টেশন মাষ্টার খবর পেলে স্টেশন মাষ্টার সহ রেলকর্মীরা এগিয়ে আসেন। এবং তৎক্ষনাৎ মেদিনীপুর সদর হাসপাতালে প্রসূতি ও সদ্যজাতকে ভর্তি করায় রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষে এবং রেলযাত্রীদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেছেন প্রসূতির স্বামী। 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read