



যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড
সাশ্রয় নিউজ ★ খড়গপুর : একটি যাত্রীবাহী বাসে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের জেরে বন্ধ জাতীয় সড়কের যানচলাচল। স্থানীয় সূত্রে খবর, খড়গপুর গ্রামীণ থানা এলাকায় হঠাৎই একটি যাত্রীবাহী বাস দাউদাউ করে জ্বলতে থাকে। ভেতর থেকে প্রাণ বাঁচানোর আর্তচিৎকার করে যাত্রীরা হাত নাড়েন, কিন্তু আগুনের তীব্রতা এতই ভয়াবহ ছিল যে যাত্রীদের বাঁচাতে স্থানীয় কেউ এগিয়ে যেতে পারেননি বলে উল্লেখ। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। তাঁরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে উল্লেখ। বাসটিতে কতজন যাত্রী ছিল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। কিংবা কোনও যাত্রী আগুন লাগার পরে বাস থেকে নামতে পেরেছেন কি না তা-ও জানা যায়নি!
