



সাশ্রয় নিউজ ★কাটোয়া : একজন অভিভাবকহীন শিশুর অন্নপ্রাশন হল কাটোয়া হাসপাতালে (Katwa Hospital)। শুক্রবার হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় ওই অনুষ্ঠান সম্পন্ন হয়। সনাতন রীতি অনুযায়ী হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল শিশুটির মুখে ভাত তুলে দিলেন। এদিন কাটোয়া হাসপাতালের এনএনসিইউ ঘরের পাশে সকলের ভেতর খুশি দেখা মেলে। হাসপাতাল সূত্রে খবর, মাস ছ’য়েক যাবৎ ওই শিশুপুত্রকে লালন করেন হাসপাতালের ক’য়েকজন কর্মী। ওই শিশুর জন্মের পরে নার্স ও স্বাস্থ্যকর্মীরা শিশুটিকে তাঁর মায়ের কাছে নিয়ে গেলে বিরূপ প্রতিক্রিয়া মেলে। তারপর থেকেই ওই শিশুটিকে এনএনসিইউ ওয়ার্ডের চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীরা দেখভাল করেন বলে হাসপাতাল সূত্রে খবর। দিনের পর দিন অসুখ, রুগী, চিকিৎসার পরে হাসপাতাল কর্মীদের চোখেমুখে খুশি চিকচিক করে উঠল শুক্রবার।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Rinku Singh : রিঙ্কু সিং-এর ভেতর ভবিষ্যৎ দেখছে বোর্ড : সূত্র
