



মিলন দত্ত, সাশ্রয় নিউজ ✪ মুম্বাই : বলিউডে ‘সিনেমা পরিবার’-এর তকমা থাকলেও করিশ্মা কাপুর (Karisma Kapoor) যেন সেই নিয়মের ব্যতিক্রম। বুধবার ৫১তম জন্মদিনে দাঁড়িয়ে তিনি শুধু একজন নায়িকা নন এক স্বনির্ভর নারী। নিজের জীবন, নাম, কেরিয়ার ও সম্পত্তি গড়ে তুলেছেন নিঃশব্দ লড়াইয়ের ভেতর দিয়ে। ছোটবেলায় ‘কাপুর পরিবারের রাজকীয়তা’ তাঁর জীবনে বিশেষ জায়গা পায়নি। কারণ, কাপুর পরিবারে মেয়েদের সিনেমায় কাজ করা ছিল প্রায় নিষিদ্ধ। সেই অনুশাসন ভেঙে করিশ্মাই প্রথম নারী সদস্য হিসেবে অভিনয়ে পা রাখেন। তাঁর মা ববিতা (Babita) তখন দুই মেয়েকে নিয়ে পরিবার থেকে খানিকটা দূরেই ছিলেন। করিশ্মার সেই সিদ্ধান্ত ছিল কাপুর পরিবারে একরকম বিদ্রোহই।

৯০-এর দশকের বলিউডে তাঁর দাপট চোখে পড়ার মতন। ‘আন্দাজ আপনা আপনা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘হিরো নম্বর ওয়ান’ প্রতিটি ছবিই বক্স অফিসে সফল। ‘রোমান্টিক কমেডির রানী’ হিসেবে তাঁর আলাদা পরিচিতি তৈরি হয়। কিন্তু কেরিয়ারের শীর্ষে থাকতেই হঠাৎ সিনেমা থেকে সরে গিয়ে দিল্লিতে সংসার জীবন বেছে নেন। ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুর (Sunjay Kapur)-এর তাঁর সঙ্গে বিয়ে হয়। কিন্তু সেই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৬ সালে ১১ বছরের বিবাহ বিচ্ছেদের পর মুম্বই ফিরে আসেন করিশ্মা। অনেকেই ভেবেছিলেন, এ জীবনে হয়ত তাঁকে আর সিনেমার পর্দায় দেখা যাবে না। বিচ্ছেদের সময় প্রাক্তন স্বামী সঞ্জয় তাঁকে ‘গোল্ড ডিগার’ বলেও অপমান করেছিলেন। তবে করিশ্মা সব অভিযোগকে উড়িয়ে দেন। এমনকী এক পয়সা খোরপোশ না নিয়ে বেরিয়ে আসেন সেই সম্পর্কে থেকে।তারপর শুরু হয় তাঁর দ্বিতীয় ইনিংস। কিন্তু এবার আর শুধুমাত্র অভিনয়ের দুনিয়ায় নয়। নতুন করে নিজেকে গড়ে তোলার লড়াই শুরু হয়। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক জগতে বিনিয়োগ করতে থাকেন করিশ্মা।একাধিক স্টার্টআপে রয়েছে তাঁর অংশীদারি। মেটারনিটি ও বেবি কেয়ার প্রোডাক্ট কোম্পানিতে ২৬ শতাংশ শেয়ার রয়েছে তাঁর নামে। বান্দ্রার (Bandra) দু’টি কমার্শিয়াল প্রপার্টিতে তিনি বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। ওই সম্পত্তি থেকে মাসে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয় হয় বলে সূত্রের খবর। এছাড়াও বহু নামী ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করিশ্মা। এন্ডোর্সমেন্ট থেকে আসে বিশাল অঙ্কের অর্থ। করিশ্মার ঘনিষ্ঠমহলের দাবি, “তিনি যে কোনও প্রজেক্টে সই করার আগে খুব খুঁটিয়ে দেখে নেন। শুধু টাকাই নয়, ব্র্যান্ডের মর্যাদা, বার্তা, বাজার মূল্য সব বিচার করেন।”

একটি বইও লিখেছেন করিশ্মা। সেই বইয়ে তিনি খোলাখুলি ভাগ করেছেন নিজের জীবনের নানা দিক।অভিনয়ের প্রতি ভালবাসা আজও রয়েছে তাঁর মধ্যে। সাম্প্রতিককালে আবারও করিশ্মা পর্দায় ফিরে এসেছেন। ওটিটি মাধ্যমে কাজ করছেন। নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করছেন। তবে এবার যেন ছুটে চলার তাড়না একটু কম। আত্মবিশ্বাস অনেক বেশি।

অন্যদিকে, তার গ্যারেজে চোখ রাখলেই বোঝা যায় তাঁর গাড়িপ্রেম। মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস (Mercedes-Benz S-Class), লেক্সাস এলএক্স৪৭০ (Lexus LX470), বিএমডব্লিউ ৭ সিরিজ (BMW 7 Series), অডি কিউ৭ (Audi Q7) সব মিলিয়ে তাঁর গাড়ির সংগ্রহ প্রায় ৮ কোটি টাকার।বর্তমানে করিশ্মা কাপুরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২০ কোটি। বলিউডের উত্থান-পতনের আবহে দাঁড়িয়ে আজও তিনি নিজস্ব আলোয় উজ্জ্বল। ব্যক্তিগত জীবনের যন্ত্রণা হোক বা পেশাগত টানাপোড়েন কিছুই থামাতে পারেনি তাঁকে। করিশ্মা একটি সাক্ষাৎকারে বলেন, “আমার জীবনে অনেক চড়াই-উতরাই এসেছে। কিন্তু আমি কোনওদিন নিজেকে ভিক্টিম ভাবিনি। আর সেটাই আমাকে শক্তি দিয়েছে। আমি শুধু নিজের বিশ্বাসটা ধরে রেখেছি।” এই আত্মবিশ্বাসই হয়তো করিশ্মাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে। রাজকীয়তা নয়, করিশ্মা কাপুর আজ এক সংগ্রামী, স্বনির্ভর নারীর প্রতিচ্ছবি।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kiara Advani- Sidharth Malhotra | স্বামী সিদ্ধার্থকে নিয়ে কিয়ারার খোলামেলা স্বীকারোক্তি, ফোন ধরেন না, কিন্তু বাবা হবেন চমৎকার
