



কালনার টুকরো খবর
সংঘর্ষ
সাশ্রয় নিউজ ★ পূর্ব বর্ধমান : কালনা থানার ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের উদয়গঞ্জ গ্রামে সংঘর্ষ। সূত্রের খবর, উদয়গঞ্জ মিলন সমিতি নামে এক ক্লাবের টাকা পয়সার হিসেবের গোলমেলে দু দলের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটে রবিবার রাত্রি দশটা নাগাদ। সংঘর্ষে গুরুতর আহত হন ক’য়েকজন বলে উল্লেখ। আহতদের কালনা হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের ভেতর আকালি শেখ নামে এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়
সর্পদংশনে গৃহবধূর মৃত্যু
অন্যদিকে কালার বাঘনাপড়ার বাসিন্দা সুলতা মুখার্জি নামে এক গৃহবধুর সর্প দংশনে করে। পরিবারের লোকজন গৃহবধূকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান
তড়িৎ ব্যানার্জী শিশু বিদ্যালয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আগামী ১৭ অক্টোবর। উপস্থিত থাকবেন বিদগ্ধজনেরা। ওই অনুষ্ঠানে সকলকে অবাধ প্রবেশের আমন্ত্রণ জানিয়েছেন। উপস্থিত থাকবেন বিদগ্ধজনেরা। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে কালনা অম্বিকা ব্যায়াম সমিতি।
