Sasraya News

Wednesday, April 23, 2025

Kalna CPIM : সিপিআই(এম)-এর প্রবীণ কর্মীর জীবনাবসান

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কালনা : প্রয়াত হয়েছেন গণআন্দোলনের প্রবীণ কর্মী লক্ষ্মীকান্ত হালদার (৭২)। পরিবার সূত্রে খবর, লক্ষ্মীকান্ত বাবু বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরবেলা দিঘির পাড়ের নিজ বাসভবনে তিনি অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ সিপিআই (এম)-এর (CPIM)  পতাকায় ঢেকে দেন পার্টি নেতৃত্ব। শেষ শ্রদ্ধা জানান, সিপিআই (এম) নেতা গৌতম হালদার, বাবুলাল বিশ্বাস, জয়ন্ত বিশ্বাস, দুলাল বিশ্বাস, গৌতম দাস ও এলাকার মানুষজন। কালনা শ্মশানঘাটে তাঁর শেষ-কৃত্য সম্পন্ন হয়। তাঁর প্রয়াণে শোকাহত পার্টি কর্মী ও পরিজনরা। উল্লেখ্য, সকলের মাঝে শ্রী হালদার স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাকে রেখে গেলেন। ছবি : সংগৃহীত 

আরও খবর : Lok Sabha Election 2024 : রাজ্যে ফের প্রচারে আসছেন নমো

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment