Sasraya News

Kalna : বাবা খুনে গ্রেফতার ছেলে

Listen

বাবা খুনে গ্রেফতার ছেলে

সাশ্রয় নিউজ : কালনায় এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যকে কেন্দ্র করে শোকের ছায়া নামে এলাকায়। ব্যবসায়ী উৎপল গুপ্তে-এর রক্তাক্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। গত শনিবারের এই ঘটনার পরে এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নামে বলে স্থানীয় সূত্রে খবর। কালনার ডাঙাপাড়ার উৎপল গুপ্ত নামে বছর ঊনপঞ্চাশের ওই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছে তাঁর ছেলে। পুলিশ সুত্রে খবর, উৎপল বাবুর ছেলে জানিয়েছেন, তার সঙ্গে তার বাবা উৎপল গুপ্ত-এর একটা বচসা চলছিল। ওইসময় দু’জনের ভেতর ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির সময়ই জানালার ভাঙা কাচে গলা কেটে যায় উৎপল বাবুর। মৃত্য হয় তাঁর। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read