Sasraya News

Friday, March 28, 2025

Kalna : বাইকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কালনা, পূর্ব বর্ধমান : পূর্বস্থলীতে বাইকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। মৃতের বয়স ৫০ বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা যায় যে, তাঁর বাড়ি পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের কুটিরডাঙ্গা গ্রামে। ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ সমুদ্রগড় রেল বাজার সংলগ্ন এসটিকে সড়কে। ওই সময় এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা বাইকের ধাক্কায় তিনি গুরুতরভাবে আহত হন। তারপর তাকে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। শুক্রবার আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে উল্লেখ।

আরও পড়ুন : Sasraya News, Literature Special, June 9, Issue 20 || সাশ্রয় নিউজ, সাহিত্য স্পেশাল || ২০ জুন ২০২৪, সংখ্যা ২০

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment