Sasraya News

Saturday, February 15, 2025

Kalna : দেওর ও বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কালনা : বিদ্যুতের হাইটেনশন টাওয়ার থেকে উদ্ধার দেওর ও বৌদির ঝুলন্ত দেহ। ঘটনা কালনার (Kalna) বৃদ্ধপাড়ার আদিবাসীপাড়ায়। সোমবার সকালে যুগলের দেহ উদ্ধার হয় বলে উল্লেখ। দেহ দু’টি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম কৃষ্ণ সরেন (৩০) ও অপর্ণা সরেন (৩২)। স্থানীয় সূত্রে খবর, দু’জনের ভেতর বিবাহবহির্ভূত অবৈধ সম্পর্ক ছিল। দিন-তিনেক আগে দু’জনে বাড়ি থেকে নিখোঁজ হন। সোমবার সকালবেলা তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উল্লেখ্য যে, কৃষ্ণ সরেনের এক কন্যা ও অপর্ণা সরেনের দু’টি পুত্র রয়েছে। এদিনই দেহ দু’টির ময়নাতদন্ত বলে উল্লেখ। ছবি : প্রতীকী 

আরও খবর : PM Narendra Modi : ‘আমাদের সাধু-সন্তদের অপমান বাংলা কোনও দিন সহ্য করবে না।’ : নমো

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment