



সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : বসন্তের শ্রী পঞ্চমীর রং লেগেছে সকলের মনে। ‘শীতের হাওয়ায় লাগল নাচন /আমলকি ওই বনে বনে…’। নাচনের কাঁপন শেষ হতে না হতেই যখন দরজায় বসন্ত এসে ডাক দেয় যে বসন্তের অপেক্ষায় সকলে। আবার বলতে গেলে বলতে হয়, সরস্বতী পুজোকে কেন্দ্র করেই যেন বাঙালির একটা ভ্যালেন্টাইন উৎসব। কাকতালীয়ভাবে এবার ১৪ ফেব্রুয়ারিই পড়েছে ভ্যালেন্টাইন্স ডে।

বাঙলার ঐতিহ্যবাহী প্রাচীন শহর কালনাবাসী সারাটা বছর ধরে অপেক্ষা করেন এই বসন্ত উৎসবের অর্থাৎ বাণীর বন্দনার। তো শেষ মুহূর্তে যখন দরজায় কড়া নাড়ে সেই সময় আমরা দেখি কালনার ঐতিহ্যময় সরস্বতী পুজোর বেশ বিশেষ বিশেষ কিছু ক্লাবের থিম।

২০২৪ জুবিলী স্টারের বিশেষ আকর্ষণ তাদের থিম সোনার তরী। যুগের দ্বীপ তাদের তাই ওয়ানেসে টেম্পলের। অগ্নিবীণা তাদের থিম বোধন থেকে বিদায়। দীপালি সংঘ থিম মৌচাক। নিউ ফরওয়ার্ড ক্লাব থিম সৃষ্টি সুখের উল্লাসে। ক্লাব ত্রিধারা এবার যদিও এটি রাজবাড়িতে হচ্ছে না, হচ্ছে পুরনো বাসস্ট্যান্ডে। তাদের থিম রাজস্থানের জৈন মন্দির। ক্লাব নেতাজি তরুণ সংঘ তাদের এবারের আকর্ষণীয় থিম কান্তরা। জীউধারা বারোয়ারি সমিতি এ বছরের থিম সৃষ্টিতে সুখ। সবুজ সমিতির বিশেষ আকর্ষণ রয়েছে বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচের পুতুলের প্যান্ডেল এবং কাগজের তৈরি সরস্বতী প্রতিমা। সপ্তর্ষি সংঘ তালবোনা থিম ডিজনিল্যান্ড। মিতালী সংঘ তাদের থিম চলে যায় বিয়ে বাড়ি। ক্লাব সমন্বয় থিম লেজার সো আদি যোগী। সূর্য সমিতি ক্লাবের থিম ঠিকানা। প্রান্তিক তালবোনা ক্লাবের থিম স্বপ্নপুরী। তবে এবারের কালনার লক্ষ্মণপাড়ায় ধ্রুব সমিতির এবার হীরক জয়ন্তী বর্ষ। সুতরাং তাদের আরও বেশি আকর্ষণ রয়েছে, বাঁশের তালে বাগেশ্বরী। এছাড়াও আরও অনেক কিছু আকর্ষণ রয়েছে ক্লাব ক্ষ্যাপা মায়ের খ্যাপা ছেলে তাদের বিশেষ আকর্ষণ বাসন্তী চালের প্রতিমা। কালনা স্ত্রী সমিতি তাদের ৭৮ বর্ষে আলোক মালায় ভাসতে চাইছে। নিউ নবীন সংঘ সাজতে চাইছে একটু অন্যরকম ভাবে। তাদের আকর্ষণ হচ্ছে মাতৃ প্রতিমা ও মণ্ডল।

৩৬ তম বর্ষের আকর্ষণ ফুচকার মণ্ডল। পুরাতন সংঘের আকর্ষণ রয়েছে কালনার পুরাতন হাসপাতাল। মা গঙ্গা সমিতি ফিরছে নতুন কিছু নিয়ে। কিশোর সমিতি রয়েছে তিন মাসের চট দড়ি, কটরা দইয়ের হাঁড়ি ইত্যাদি দ্বারা নির্মিত শিব প্যাণ্ডেলের থিম। কালনা আমলাপুকুর ক্লাব তাদের এ বছরের শ্রেষ্ঠ আলোড়ন হচ্ছে কালনা জুড়ে জল্পনা, আমলা পুকুরে আলপনা। স্বর্ণদ্বীপের বিশেষ আকর্ষণ রয়েছে ধাম থেকে তৈরি সমস্ত উপকরণ দিয়ে সরস্বতী প্রতিমা। শত বর্ষের যুবক সমিতি তাদের আকর্ষণ আকাশে ক্যানভাস, সন্ধ্যা প্রদীপ সংঘের আকর্ষণ নারিকেলের মালার প্রতিমা। ডায়মন্ড ক্লাবের আকর্ষণ তাদের শোভাযাত্রায়। বিনা শান্তি সমিতির আকর্ষণ জীবন্ত মডেল। বারুইপাড়া বারোয়ারি শৈশব কাঁদে নীরবে। স্পুট নিক-৭০ ঐতিহ্যের বাগ ফেভি তে মন্দির্ময় কালনা। গোলক সমিতির নিবেদন অন্তর্জালে বিদ্ধ শৈশব। লায়ন ক্লাব শোভাযাত্রায় তাদের বিশেষ আকর্ষণ রয়েছে। কালনা কলেজ মার্কেট ব্যবসায়ী সমিতি এবার তাদের বিষয় আল্পনায় ঢাকা চলার পথ। বারুইপাড়া দক্ষিণ বারোয়ারির এবারে তাদের আকর্ষণ রয়েছে মাটির ঘরে মা। এছাড়াও রয়েছে আরও অনেক ক্লাব যারা তাদের বাণী বন্দনা সাজিয়ে রেখেছে তাদের ডালি। সাশ্রয় নিউজ সেই কালনা শহরের ঐতিহ্যময় বাগদেবীর পুজোকেই সকলের সামনে তুলে ধরার ধরা হল। এখন শুধু অপেক্ষা সেই সমস্ত দিনগুলিতে বাগ দেবীর দর্শন, আর সুন্দর বিষয়গুলিকে উপভোগ করার আনন্দ নেবার।
