



পিনাকী চৌধুরী ★ সাশ্রয় নিউজ : কার্তিক আমাবস্যার মহানিশায় দেবী কালী পূজিতা হন। চোদ্দ প্রদীপের আলোয় উদ্ভাসিত হয় বিস্তীর্ণ এলাকা। আর তার ঠিক আগের দিন হল ভূত চতুর্দশী। সেদিন চোদ্দ ভুবনের অধিশ্বরী দেবীর উদ্দেশ্যে ১৪ দীপ দান করা হয় এবং চোদ্দ শাক খাওয়ার রীতি প্রচলিত রয়েছে। এই চোদ্দ শাক হল যথাক্রমে – কেঁউ, ওল, বেতো, সর্ষে, কালকাসুন্দে, নিম, জয়ন্তী, শাঞ্চে, হেলেঞ্চা, পলতা, শুলফা, গুলঞ্চ, ভাঁট পাতা, শুষনি শাক। আর কার্তিক আমাবস্যার মহানিশায় দেবী কালী পূজিতা হন। অসংখ্য ভক্ত ওইদিন নির্জলা উপবাস করেন। গভীর রাতে ভক্তরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি প্রদান করেন। এখানে বলে রাখা ভাল যে, ওইদিন কিন্তু দেবীর একান্নপীঠের অন্যতম মহাতীর্থ কালীঘাটে মা কালীকে মা লক্ষ্মী রূপে পুজো করা হয়। তিল ধারণের জায়গা থাকে না কালীঘাটে। আসলে কালী মূলত শাক্ত পরিবারের আরাধ্যা দেবী হিসেবেই পরিচিত। তবে আজকের এই কালী মূর্তি খুব একটা প্রাচীন নয়, বরং তার থেকেও বহু প্রাচীন হল তন্ত্র সাধনা। কথিত আছে, ষোড়শ শতকের তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রথম কালীর রূপ কল্পনা করেছিলেন। এখানে উল্লেখ্য, তার আগে কিন্তু দেবী ‘যন্ত্রে’ পূজিতা হতেন। যন্ত্র আসলে বিভিন্ন শক্তির প্রতীকী রূপ। কেউ কেউ আবার এটাও বলেন যে, কৃষ্ণানন্দের আগে গুহ্য মূর্তি বা অন্য কল্পে দেবী পূজিতা হতেন। বর্তমানে দেবী কৃষ্ণবর্ণা। ‘ঋগ্বেদ’ অনুসারে সৃষ্টির আগে সবকিছু ঘোর তমসাচ্ছন্ন ছিল। সেই সর্বগ্রাসী তমসার প্রতীক রূপে দেবী কৃষ্ণবর্ণা। বাস্তবে দেবীর গাত্রবর্ণ থেকে শুরু করে সবকিছুতেই লুকিয়ে রয়েছে প্রতীকী তাৎপর্য। এখানে দেবী কিন্তু দিগম্বরী। তিনি আবার মুক্তকেশীও বটে! আসলে দেবী দুর্গার অপর এক রূপ কালী। তাই তো তিনি মায়াতীত! অর্থাৎ সব জীবকে তিনি মায়ার বন্ধনে আবদ্ধ করেন। তাঁর মুক্তকেশ যেন সেই মায়াপাশের প্রতীক! দেবীর ললাটে অর্ধচন্দ্র শোভা পাচ্ছে। মহানির্বাণতন্ত্র অনুযায়ী তা নির্বাণ ও মোক্ষ লাভের প্রতীক। দেবী ত্রিনয়না। এই তিন নয়ন যেন সূর্য, চন্দ্র ও অগ্নির প্রতীক! দেবী কালীকার গলায় পঞ্চাশটি নৃমুন্ড বস্তুতঃ বর্ণমালার পঞ্চাশটি অক্ষরের প্রতীক। দেবী আবার করালবদনা! তিনি সমগ্র বিশ্বকে যেন গ্রাস করেন। তিনি আবার চতুর্ভূজা। মনে করা হয়, তিনি তাঁর হস্তের খড়গ দ্বারা সাধকের মোহপাশ ছিন্ন করেন। মুক্তকেশী দেবী কালীর পদতলে শায়িত শিব কিন্তু শক্তিরহিত, তিনি নিষ্ক্রিয়! দেবী কালীই হলেন ক্রিয়াশীল। দেবী আবার শৃগাল পরিবৃতা, যেহেতু তিনি শ্মশানচারিণী!
ছবি : প্রতীকী
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | Issue 36 | 20 October 2024 || সাশ্রয় নিউজ, রবিবারের সাহিত্য স্পেশাল | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০২৪
