



শিবপ্রসাদ মণ্ডল ★ মুম্বই: বলিউডের তিন দিকপাল শাহরুখ খান (Shah Rukh Khan), আমির খান (Aamir Khan) ও সালমান খান (Salman Khan) এই তিনজনের সঙ্গেই একাধিকবার স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী কাজল (Kajol)। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরলেন, কে কতটা পেশাদার আর কার তারকা-মহিমা কতটা প্রভাব বিস্তার করে দর্শকের মনে।

সম্প্রতি একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কাজল স্পষ্ট ভাষায় বলেন, “শাহরুখ আর আমির, দু’জনেই অসম্ভব পেশাদার। ওরা প্রত্যেকটি দৃশ্য, সংলাপ, এমনকী ক্যামেরার অ্যাঙ্গেল নিয়েও খুব খুঁতখুঁতে। কিন্তু সালমান খান? ওর স্টার পাওয়ার একেবারে আলাদা স্তরের।”

কাজল তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে জানান, এমনকী বক্স অফিসে একাধিক ব্লকবাস্টার ছবি দিয়েও সালমানের তারকা-জৌলুসের ধারেকাছেও পৌঁছতে পারেননি অনেক তারকাই। “আক্ষয় কুমার (Akshay Kumar) হয়ত ১৮টা ১০০ কোটির ছবি করেছেন, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়।

কিন্তু শুধুমাত্র স্টার পাওয়ারের দিক থেকে বিচার করলে, আমি নিশ্চিত আক্ষয় নিজেও স্বীকার করবেন, সালমানের তারকা শক্তির ধারেকাছেও কেউ যেতে পারবে না,” মন্তব্য কাজলের।

উল্লেখ্য, কাজল ও সালমান খান একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় ক’য়েকটি ছবিতে। ‘করণ অর্জুন’ (Karan Arjun), ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai) এবং ‘কাজল ও সালমান খান’ (Pyaar Kiya Toh Darna Kya)-র মতো ছবিগুলিতে তাঁদের রসায়ন দর্শকের বিশেষ পছন্দ হয়েছিল।

বিশেষ করে ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’-তে তাঁদের সম্পর্কের আন্তরিকতা আর স্বাভাবিক অভিনয় তখনকার প্রেক্ষাপটে অনন্য বলে মনে করা হয়।

ওই সাক্ষাৎকারে কাজল আরও বলেন, “সালমানের সঙ্গে অভিনয় করার সময় একটা দারুণ স্বাচ্ছন্দ্য বোধ করি। ওর সঙ্গে স্ক্রিনে দাঁড়ালেই বোঝা যায়, মানুষ ওকে কীভাবে দেখে। তারকার মতো নয়, যেন একেবারে আপনজন। এই সম্পর্ক তৈরি করাটা সহজ নয়।”

শাহরুখ খান প্রসঙ্গে বলতে গিয়ে কাজল বলেন, “ওর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্কটা আলাদা। শুটিংয়ে ওর মাইক্রোডিটেইলসের প্রতি নজর আর ক্যামেরার সামনে মুহূর্তে চরিত্রে ঢুকে যাওয়ার ক্ষমতা এখনও আমাকে অবাক করে।”

অন্যদিকে আমির খান সম্পর্কে কাজল জানান, “ও সবকিছুর মধ্যে একটা ক্যালকুলেটেড গভীরতা রাখে। গল্প, চরিত্র, এমনকী ডায়লগে কোথায় থামতে হবে, সেটা ও খুব ভাল বোঝে। ওর সঙ্গে কাজ করলে নিজেকে আরও নিখুঁত করে তুলতে হয়।”
বর্তমানে কাজল ব্যস্ত ‘মা’ (Maa) নামে একটি পৌরাণিক হরর ছবির প্রচারে। ছবিটির পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া (Vishal Furia)। ছবিতে কাজলের পাশাপাশি রয়েছেন রোনিত রায় (Ronit Roy), ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) ও খেরিন শর্মা (Kherin Sharma)। প্রযোজক অজয় দেবগণ (Ajay Devgn) ও জ্যোতি দেশপাণ্ডে (Jyoti Deshpande)। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ জুন। অন্যদিকে সালমান খান শেষবার দেখা গিয়েছেন অ্যাকশন ড্রামা ‘সিকান্দার’ (Sikandar)-এ। আগামী দিনে তাঁকে দেখা যাবে সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-এর সঙ্গে একটি অ্যাকশন ফিল্মে। পাশাপাশি সাজিদ নাডিয়াদওয়ালা (Sajid Nadiadwala)-র বহুল প্রতীক্ষিত ‘কিক ২’ (Kick 2)-তেও তিনি কাজ করবেন।

একসঙ্গে তিন খানকে নিয়ে কাজের অভিজ্ঞতা সম্পর্কে কাজল আরও বলেন, “তিনজনেই অসাধারণ প্রতিভাধর। তবে ওদের প্রতিটি আলাদা রঙে রঙিন। একজন প্যাশনেট পারফেকশনিস্ট, একজন স্টাইলিশ রোমান্টিক, আর একজন নির্ভেজাল মেগাস্টার।” বলিউডে তিন দশক পার করা কাজলের এই মন্তব্য শুধু স্মৃতি নয়, ইন্ডাস্ট্রির বর্তমান ট্রেন্ড আর তারকাদের ব্যক্তিত্বের এক নিখুঁত দলিল। শেষ পর্যন্ত দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার জন্য তারকা-মহিমাই সব নয়, তবু সেই ‘স্টার পাওয়ার’ -এর আলোয় সালমান খান আজও অনন্য, এ কথা বলিউড স্বয়ং স্বীকার করে। কাজলও স্বীকার করলেন। তবে তিন খান যে তিনদিক থেকে অনন্য সে-কথাও বলতে ভোলেননি কাজল।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Deepika Padukone | স্তনের আকার নিয়ে মন্তব্য, শুটিং ছেড়ে বেরিয়ে গেলেন দীপিকা
