



এসএসকেএম-এ চিকিৎসাধীন জ্যোতিপ্রিয়
সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রেসিডেন্সি জেলে (Presidency correctional Home) অসুস্থ হয়ে পড়েন রেশন দূর্নীতিকাণ্ডে (Ration Scam) ইডির (ED) হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় (State Minister Jyotipriya Mallick) মল্লিক। চলতি মাসের গত ১৬ তারিখ নিম্ন আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও ভার্চ্যুয়াল মাধ্যমে তাঁকে হাজির করা হয়। বিচারকের উদ্দেশ্যে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘বাঁচতে দিন’। পাশাপাশি বিচারকের কাছে তিনি জানান, তাঁর সুগার ৩৫০। বিচারক জ্যোতিপ্রিয়র উদ্দেশ্যে বলেন, “আপনার অসুবিধা হলে সেলে চলে যেতে পারেন।” উল্লেখ্য, তিনি পরের দিনই অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর, তাঁকে কৃত্রিম অক্সিজেন (Oxyzen) দেওয়া হয়। জেল কর্তৃপক্ষ তাঁকে নিয়ে যান এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) কার্ডিওলজি এমাজেন্সীতে (Cardiology emergency SSKM Hospital) সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে উল্লেখ।
-ফাইল চিত্র
