Sasraya News

Friday, March 28, 2025

Justice Abhijit Gangopadhyay : হাসপাতালে আহত পা হারানো ছাত্রীকে দেখতে গিয়ে চোখের জল বাঁধ মানল না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর 

Listen

হাসপাতালে আহত পা হারানো ছাত্রীকে দেখতে গিয়ে চোখের জল বাঁধ মানল না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : পলতা স্টেশনে গুরুতর আহত হন একছাত্রী। ভিড় ট্রেন থেকে তিনি পড়ে যান। অস্ত্রপচার করে বাদ যায় সুনীতা বর্মা নামের ওই ছাত্রীর দুই পা-ই। সেই সময় তিনি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। আর.জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুনীতা চিকিৎসাধীন। অস্ত্রোপচারে বাদ গিয়েছে তাঁর দু’টি পা-ই। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুনীতাকে দেখতে আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান। তাঁকে দেখে ফেরার সময় চোখের জল আর বাধ মানল না দুঁদে বিচারপতির। সাংবাদিকদের শুধু বলেন, ‘মানবিক মুখ্যমন্ত্রী নিশ্চয় দেখবেন।’ হাসপাতাল চত্বরের মানুষজনের অভিমত, ‘আমরা সোমবার আরেক অভিজিৎগঙ্গোপাধ্যায়কে দেখলাম। তাঁর কান্নার ভেতর কোনও কৃত্রিমতা ছিল না। বোঝা যায়, উনি শিক্ষা ও শিক্ষার্থীদের জন্য কতটা সচেতন।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment