Sasraya News

Jitendra Tewari : ১৪ দিনের জেল হেফাজত জিতেন্দ্রর

Listen

১৪ দিনের জেল হেফাজত জিতেন্দ্রর

সাশ্রয় নিউজ ★ আসানসোল : কম্বলকাণ্ডে পুলিশ গ্রেফতার করে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে। একদিনের পুলিশী হেফাজতের শেষে তাঁকে আদালতে তোলেন পুলিশ। জিতেন্দ্রর জামিনের আবেদন খারিজ করে দেন আদালত। সরকার পক্ষের আইনজীবী জিতেন্দ্রর জামিনের আবেদনের বিরোধিতা করে বলেন, ‘হাইকোর্টে জিতেন্দ্রর জামিনের আবেদন খারিজ হয়েছে। তাছাড়া তদন্তে প্রতিদিন নতুন নতুন তথ্য উঠে আসছে। এই পরিস্থিতে জামিন দেওয়া হলে তদন্ত বিঘ্নিত হবে।’ আদালত জিতেন্দ্রকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১১ এপ্রিল ২০২৩ জিতেন্দ্রকে আদালতে তোলা হবে।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read