Sasraya News

Jitendra Tewari : স্বস্তিতে জিতেন্দ্র

Listen

স্বস্তিতে জিতেন্দ্র

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কম্বলকাণ্ডে স্বস্তিতে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি নিম্ন আদালতের জিজ্ঞাসাবাদ করার রায়ের ওপর স্থগিতাদেশ দেন। এছাড়াও ২০২০ সালে রাণিগঞ্জ থানায় হওয়া মামলাতেও স্থগিতাদেশ দিয়েছে আদালত। কম্বল কাণ্ডেও তিনি স্বস্তিতে। গতকাল আদালতে বিচারপতি নির্দেশ দেন, মামলায় কেন তদন্তের প্রয়োজন আছে তা হলফনামা দিয়ে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণ গতকালই বর্ধমান মেডিকেল কলেজ থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় জিতেন্দ্র তেওয়ারিকে। শারীরিক পরীক্ষা-নীরিক্ষার পরে চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁকে ভর্তি করার করার কোনও প্রয়োজনীয়তা নেই। আসানসোলের বিজেপি নেতা বর্তমানে প্রেসিডেন্সি জেলে।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read