



সিপিআই(এম) নেতা খুনে অভিযুক্ত ২৩ জনকে বেকসুর খালাস দিল আদালত
সাশ্রয় নিউজ ★ ঝাড়গ্রাম : সিপিআই(এম) নেতা ও তাঁর দেহরক্ষী দীনেশ বাস্কেকে খুনের অভিযোগে জেল হেফাজতে থাকা ২৩ জনকে বেকসুর খালাস দিল আদালত। বন্দীদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবেই তাঁদের বেকসুর খালাস দেওয়া হয় বলে উল্লেখ। ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় মঙ্গলবার মামলার রায় দান করেন। উল্লেখ্য, অভিযুক্ত ২৩ জনের ভেতর ২ জন মারা যান। সরকারি আইনজীবী প্রবীর রায় বলেন, ‘তথ্য প্রমাণের অভাবে বিচারক অভিযুক্তদের বেকসুর খালাসের নির্দেশ দিয়েছেন।’
২০০৬ সালে সিপিআই(এম) নেতা ও লোকাল কমিটির সম্পাদক অনিল মাহাত খুন হন। বাস থেকে নামিয়ে অনিল মাহাত ও তাঁর দেহরক্ষী দীনেশ বাস্কেকে গুলি করে খুনের অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। অনিলবাবুর দেহরক্ষীর এ কে ৪৭ রাইফেলও লুঠ করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের ভেতর ২ জন মারা যান। বেকসুর খালাস পাওয়া ২৩ জনের ভেতর বেলপাহাড়ির তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বুবাই মাহাতও ওই মামলা থেকে বেকসুর রেহাই পান বলে উল্লেখ।
-ফাইল চিত্র
