Sasraya News

Thursday, June 19, 2025

Jhargram : দু’জন জাল নোট পাচারকারী পুলিশের জালে

Listen

দু’জন জাল নোট পাচারকারী পুলিশের জালে

সাশ্রয় নিউজ ★ ঝাড়গ্রাম : জাল নোট পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম শেখ মোমিন আলি ও মানব মজুমদার। ঝাড়্গ্রাম থানার পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ৪২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়। শুক্রবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে আদালত তাঁদের ৪ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, বেশ ক’য়েক দিন যাবৎ ঝাড়গ্রাম-এ দোকানদারদের জাল নোট দিয়ে জিনিসপত্র কেনা হচ্ছিল। সেই খবর পুলিশের কাছে পৌঁছয়। তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment