



জোড়া খুনে উত্তপ্ত জয়নগর
সাশ্রয় নিউজ ★ জয় নগর : সাতসকালে খুন জয়নগরে (Jaynagar Tmc leader Murder) দীপাবলির (Dewali) রাতের আলোর রোশনাই কাটতে না কাটতেই সোমবার সকালে জয়নগরের দোলুয়াখাটি গ্রামে দুষ্কৃতিদের হাতে খুন হন তৃণমূল নেতা। স্থানীয় সূত্রে খবর, গ্রামবাসীদের হাতে ধরা পড়ে একজন দুষ্কৃতি। গণপ্রহারে ওই ব্যক্তিরও মৃত্যু হয় বলে উল্লেখ। তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্কর(৪৩)-এর (Tmc Leader Saifuddin Laskar) স্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান। ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে খবর, অন্তত ২৫-৩০টি সিপিআই(এম) (CPIM) বাড়িতে আগুন ধরিয়ে দেয় সইফুদ্দিন লস্করের অনুগামীরা। পুরুষ শূন্য গ্রাম। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘সকালের খুনের পর এই হামলা। আমাদের সব পুড়ে গিয়েছে। হাড়ি, চাল, কাপড়-জামা পুড়ে গিয়েছে।’
ছবি : সংগৃহীত
